শিরোনাম
.jpg)
শ্রীলঙ্কার ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার রসেল আর্নল্ড। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ লড়াই এখন যেন রোমাঞ্চকর এক অঙ্কের নাটক। গ্রুপ ‘বি’-এর তিন দলই সমান পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে আছে সমীকরণের মোড়ে। তবে পার্থক্য গড়ে দিচ্ছে নেট রান রেট।
শ্রীলঙ্কা এখনো এগিয়ে চার পয়েন্ট ও +১.৫৪৬ নেট রান রেটে। সমান চার পয়েন্ট পেয়েছে বাংলাদেশ, তবে তাদের নেট রান রেট ঋণাত্মকে -০.২৭। দুই পয়েন্ট নিয়েও আফগানিস্তান এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে, তাদের নেট রান রেট +২.১৫০।
এই অবস্থায় বাংলাদেশ আর কিছু করার নেই, তাকিয়ে থাকতে হবে শেষ ম্যাচের দিকে, আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা জিতলে নিশ্চিত হবে তাদের সুপার ফোর, সঙ্গে বাংলাদেশও যাবে পরের পর্বে। আফগানিস্তান জিতলে,তখন তিন দলই সমান চার পয়েন্টে। আফগানরা সরাসরি পাবে জায়গা, আর শ্রীলঙ্কা ও বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে নেট রান রেট।
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে ধারাভাষ্য করতে গিয়ে সাবেক লঙ্কান ব্যাটার রাসেল আর্নল্ড দেখেছেন টাইগারদের জয়। তবে তার মতে, লঙ্কানরা কখনোই বাংলাদেশকে মাথায় রেখে খেলবে না।
“শ্রীলঙ্কা বাংলাদেশের কথা ভাববে না। ওরা ভাববে নিজেদের নিয়ে, কীভাবে খেলতে হবে, কোথায় উন্নতি করতে হবে, আর সেটা মাঠে কেমন করে প্রয়োগ করা যায়। যদি ওরা ভালো খেলে নিজেদের নিয়ন্ত্রণে রাখে, তাতে বাংলাদেশও উপকৃত হবে।”
বাংলাদেশের জয়ের ব্যাপারে আর্নল্ডের বিশ্লেষণ, “খুব দরকারি জয় ছিল এটা। সাহসী কিছু পরিবর্তন এনেছিল বাংলাদেশ, জয় পাওয়ার মানসিকতা দেখিয়েছে। প্রথম দুই ম্যাচের তুলনায় পারফরম্যান্স ছিল অনেক ভালো। ম্যাচে ওঠা-নামা ছিল, তবে ইতিবাচক দিকও প্রচুর। এখনো প্রতিযোগিতায় আছে তারা, হ্যাঁ অপেক্ষা করতে হবে, কিন্তু জিতেই সে সুযোগ তৈরি হয়েছে।”
আরও পড়ুন: