আফগানরা জিতলেও সুপার ফোরে যাবে বাংলাদেশ!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:২১

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:১০

শেয়ার

আফগানরা জিতলেও সুপার ফোরে যাবে বাংলাদেশ!
সুপার ফোরে উঠতে সমীকরণের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।

শেষ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে লড়াইয়ে টিকে থাকলেও বাংলাদেশের সামনে এখনো ঝুলে আছে সুপার ফোরের টিকিট। চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’-তে আফগানিস্তানের ওপরে উঠে এসেছে টাইগাররা। তবে সবচেয়ে বড় চিন্তার জায়গা নেট রান রেট। কারণ এখানেই পিছিয়ে আছে লিটন দাসের দল।

 

বর্তমানে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ, এই তিন দলই সমানতালে লড়ছে বাকি দুই জায়গার জন্য। ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে শ্রীলঙ্কা। বাংলাদেশেরও সমান ৪ পয়েন্ট, কিন্তু নেট রান রেট নেমে গেছে ঋণাত্মকে, -০.২৭। আর খেলার মতো ম্যাচও নেই। অর্থাৎ সব হিসাব এখন নির্ভর করছে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর।

 

কোন সমীকরণে সুপার ফোরে বাংলাদেশ?

 

শ্রীলঙ্কা জিতলে, সরাসরি শ্রীলঙ্কা ও বাংলাদেশ চলে যাবে পরবর্তী রাউন্ডে। আফগানিস্তানের টুর্নামেন্ট শেষ। আর আফগানিস্তান জিতলে, তিন দলই দাঁড়াবে ৪ পয়েন্টে। তখন আফগানিস্তান নিশ্চিতভাবে কোয়ালিফাই করবে, আর বাংলাদেশ–শ্রীলঙ্কার মধ্যে যার নেট রান রেট ভালো থাকবে, সেই যাবে সুপার ফোরে।

 

আফগানিস্তান জিতলে দরকার বড় ব্যবধান

 

বাংলাদেশের বর্তমান নেট রান রেট -০.২৭। সুপার ফোরে উঠতে হলে আফগানিস্তানকে শ্রীলঙ্কাকে হারাতে হবে বিশাল ব্যবধানে, যাতে শ্রীলঙ্কার নেট রান রেট বাংলাদেশের নিচে নামে।

 

যদি প্রথমে ব্যাট করে জেতে, তবে ব্যবধান চাই অন্তত ৭০ রান। আর যদি লক্ষ্য তাড়া করে জেতে, তবে হাতে রাখতে হবে অন্তত ৫০ বল।

 

সব মিলিয়ে বাংলাদেশের আর করার কিছু নেই। এখন শুধু তাকিয়ে থাকতে হবে আফগানিস্তানের দিকে। যদি শ্রীলঙ্কা জেতে, তবে কোনো হিসাব কষতে হবে না, বাংলাদেশের পথ পরিষ্কার। কিন্তু আফগানিস্তান জিতলে সেই জয় কেমন ব্যবধানে আসে, সেটাই নির্ধারণ করবে টাইগারদের ভাগ্য।