শিরোনাম
.jpg)
চূড়ান্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর। আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসছে ক্যারিবীয়রা। সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে এখনো ভেন্যু ও ম্যাচ শুরুর সময় নির্ধারণ করা হয়নি।
ঘোষণা অনুযায়ী, ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। পরের দুটি ওয়ানডে হবে ২০ ও ২৩ অক্টোবর। এরপর ২৭ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ ৩০ অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সফরের আগে ও পরে ব্যস্ত সূচি অপেক্ষা করছে ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য। এ মাসের ২৭ তারিখেই শারজায় নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এরপর অক্টোবরে আহমেদাবাদ ও দিল্লিতে ভারতের বিপক্ষে দুটি টেস্ট।
ভারত সফর শেষে বাংলাদেশে আসবে দলটি। বাংলাদেশ সফরের পর নভেম্বরেই দীর্ঘ সফরে নিউজিল্যান্ড যাবে ক্যারিবীয়রা। সেখানে ৫টি টি-টোয়েন্টি, ৩টি ওয়ানডে ও ৩টি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
অর্থাৎ, প্রায় টানা তিন মাস আন্তর্জাতিক ব্যস্ততায় থাকতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
আরও পড়ুন: