শিরোনাম
.jpg)
ভারতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।
সব গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পেল নতুন স্পন্সর। গুরগাওভিত্তিক টায়ার কোম্পানি অ্যাপোলো টায়ার্স আগামী তিন বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এজন্য প্রতিষ্ঠানটিকে গুনতে হয়েছে ৫৭৯ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ কোটি টাকার সমান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, হিন্দুস্থান টাইমস এবং ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে এ খবর জানা গেছে।
সম্প্রতি বেটিং ওয়েবসাইটের সরাসরি অর্থ লেনদেন নিষিদ্ধ হওয়ায় ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তি বাতিল করতে হয় বিসিসিআইকে। ফলে চলতি এশিয়া কাপ এবং নারী দলের ভারত-অস্ট্রেলিয়া সিরিজে কোনো স্পন্সরের লোগো ছাড়াই মাঠে নামে ভারতীয় দল। নতুন এই চুক্তির মাধ্যমে আবারও দলের জার্সিতে স্পন্সরের লোগো ফিরতে চলেছে।
ড্রিম ইলেভেনের সঙ্গে বিসিসিআইয়ের আগের চুক্তি ছিল ৩৫৮ কোটি রুপির। এবার অ্যাপোলো টায়ার্সের সঙ্গে নতুন চুক্তিতে সেই অঙ্ক বেড়েছে ১২১ কোটি রুপি। স্পন্সরশিপের দৌড়ে অ্যাপোলো টায়ার্সকে টক্কর দিয়েছিল ক্যানভা ও জেকে সিমেন্টস। ক্যানভার বিড ছিল ৫৪৪ কোটি রুপি, আর জেকে সিমেন্টস প্রস্তাব করেছিল ৪৭৭ কোটি রুপি। শেষ পর্যন্ত তাদের পেছনে ফেলে জয়ী হয় অ্যাপোলো টায়ার্স।
চুক্তি অনুযায়ী সামনের তিন বছরে মোট ১২১টি দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ ও ২১টি আইসিসি টুর্নামেন্টের ম্যাচে স্পন্সরের অধিকার পাচ্ছে অ্যাপোলো টায়ার্স। গড়ে প্রতিটি ম্যাচের জন্য খরচ হবে প্রায় ৪ কোটি ৭৭ লাখ রুপি। তবে দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি টুর্নামেন্টের ম্যাচে খরচের অঙ্কে ভিন্নতা থাকবে। বিসিসিআইয়ের নির্ধারিত ভিত্তিমূল্যে দ্বিপাক্ষিক ম্যাচে খরচ ধরা হয়েছে ম্যাচপ্রতি সাড়ে ৩ কোটি রুপি, আর বিশ্বকাপের ম্যাচে প্রায় দেড় কোটি রুপি।
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে অ্যাপোলো টায়ার্সের আনুষ্ঠানিক যাত্রা। এরপর অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সাদা বলের সিরিজেও দেখা যাবে নতুন স্পন্সরের নাম। এর আগে ভারত ‘এ’ ও অস্ট্রেলিয়া ‘এ’ দলের মধ্যকার সিরিজেও ভারতের জার্সিতে ব্যবহার হবে অ্যাপোলো টায়ার্সের লোগো। তবে আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে এই লোগো থাকবে কি না, তা এখনও নিশ্চিত করেনি বিসিসিআই।
আরও পড়ুন: