উইলিয়ামসন-ফার্গুসনদের সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেটের ক্যাজুয়াল প্লেয়িং চুক্তি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:৫০

আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:১২

শেয়ার

উইলিয়ামসন-ফার্গুসনদের সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেটের ক্যাজুয়াল প্লেয়িং চুক্তি
ক্যাজুয়াল চুক্তির আওতায় উইলিয়ামসন-ফার্গুসনসহ ৫ কিউই ক্রিকেটার। ছবি: সংগৃহীত।

নিউজিল্যান্ড ক্রিকেট ২০২৫–২৬ মৌসুমে এক অভিনব উদ্যোগ নিয়েছে। ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ফিন অ্যালেন ও টিম সেইফার্টকে দেওয়া হয়েছে ক্যাজুয়াল প্লেয়িং চুক্তি। এই চুক্তি একদিকে তাদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বাধীনতা দিচ্ছে, অন্যদিকে দেশের হাই-পারফরম্যান্স কাঠামোর সঙ্গে যুক্ত রাখছে।

 

চুক্তির আওতায় খেলোয়াড়রা পাবেন কোচিং, মেডিকেল ও মানসিক স্বাস্থ্য সহায়তা, জিম এবং অন্যান্য ক্রিকেটীয় সুবিধা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তারা প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামবেন। তবে শর্তও রয়েছে। বিশ্বকাপের আগে নির্দিষ্ট কিছু সিরিজ ও ম্যাচে অংশগ্রহণ বাধ্যতামূলক, যাতে দল গঠনের প্রস্তুতি ও চূড়ান্ত স্কোয়াড নির্বাচনে পরিষ্কার ধারণা পাওয়া যায়।

 

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট উইনিক এ বিষয়ে বলেন, "বিশ্বকাপের আগে আমাদের সেরা টি–টোয়েন্টি ক্রিকেটাররা যেন প্রস্তুত থাকে, সেটাই প্রধান লক্ষ্য। ক্যাজুয়াল চুক্তিগুলো খেলোয়াড়দের পক্ষ থেকে নিউজিল্যান্ড ক্রিকেট ও ব্ল্যাক ক্যাপসের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। তাদের বার্তা একেবারেই পরিষ্কার, ব্ল্যাক ক্যাপসের হয়ে খেলা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

 

তবে সামনের দিনগুলোতে কিছু চ্যালেঞ্জও আছে। কেন উইলিয়ামসন অস্ট্রেলিয়ার বিপক্ষে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন। অন্যদিকে পায়ের চোট কাটিয়ে ফেরার পথে থাকা ফিন অ্যালেনকেও পাওয়া যাবে না এই সিরিজে।