শিরোনাম

ভারতের অধিনায়ক সুরিয়াক্যমার ইয়াদাভ। ছবি: সংগৃহীত।
পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের হাই-ভোল্টেজ ম্যাচে জয়ের আনন্দে ভাসলেও ভারতীয় শিবিরের আবেগ ছিল অন্য রকম। গ্রুপ–‘এ’র এই লড়াইয়ে ভারত সাত উইকেটের সহজ জয়ে প্রতিপক্ষকে পেছনে ফেলে দিলেও ম্যাচ-পরবর্তী মুহূর্তে মাঠের উত্তেজনার বাইরে আরও গভীর বার্তা দিয়েছেন দলের অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।
নিজের জন্মদিনে রোববার (১৪ সেপ্টেম্বর) ৩৭ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংসে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে ভেড়ান সুরিয়া। ১২৮ রানের লক্ষ্য ভারত ছুঁয়ে ফেলে ২৫ বল হাতে রেখে। তবে ম্যাচ শেষে কোনো করমর্দন দেখা যায়নি দুই দলের খেলোয়াড়দের মধ্যে। সুরিয়াকুমার ও শিবম দুবে সরাসরি ড্রেসিংরুমে ফিরে যান।
ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীতে সুরিয়া জানান, এই জয় তারা উৎসর্গ করছেন ভারতীয় সশস্ত্র বাহিনীকে। কাশ্মীরের পেহেলগাম-এ এ বছরের শুরুতে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো ২৬ নিরীহ মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুরিয়ার বার্তা ছিল আবেগঘন। তিনি বলেন, “আজকের জয়টা আমি আমাদের সশস্ত্র বাহিনীর উদ্দেশেই উৎসর্গ করতে চাই। পেহেলগাম হামলায় যারা পরিবার হারিয়েছেন, আমরা তাদের পাশে আছি। আমাদের বাহিনী যে সাহসিকতা দেখিয়েছে, সেটিই অনুপ্রেরণা হয়ে থাকবে,” বললেন সুরিয়া।
তিনি আরও যোগ করেন, “তারা মাঠের ভেতরে আমাদের শক্তি জোগায়। আশা করি আমরা মাঠে আরও সাফল্য এনে তাদের মুখে হাসি ফোটাতে পারব।”
আরও পড়ুন: