'মহারণে' ভারতকে মাত্র ১২৮ রানের লক্ষ্য দিল পাকিস্তান 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২২

আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:২৮

শেয়ার

'মহারণে' ভারতকে মাত্র ১২৮ রানের লক্ষ্য দিল পাকিস্তান 
৪টি ছক্কা মেরে ৩৩ রানে অপরাজিত থাকেন শাহীন শাহ আফ্রিদি। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপের বহুল প্রতিক্ষীত ভারত-পাকিস্তান মহাদ্বৈরথে আজ (১৪ সেপ্টেম্বর) টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছে। বুমরাহ-হার্দিক শুরুতে চেপে ধরলেও তা সামাল দেন ফখর জামান ও সাহিবজাদা ফারহান। এরপর কুলদীপ-অক্ষরের ঘূর্ণিজাদুতে পুরোপুরি ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। শেষদিকে শাহীন শাহ আফ্রিদির চারটি ছক্কায় ভারতকে ১২০ পেরোনো লক্ষ্য দিয়েছে সালমান আলী আঘার দল। 

 

প্রথম ওভারেই প্রথম ম্যাচের চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটিয়ে গোল্ডেন ডাক মারেন সাইম আয়ুব। হার্দিক পান্ডিয়ার বলে বুমরাহ’র হাতে পয়েন্টে ধরা পরেন সাইম। পরের ওভারেই মোহাম্মদ হারিসকে ফেরান জাসপ্রীত বুমরাহ। 

 

১ রানে প্রথম ও ৬ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। প্রাথমিক ধাক্কা কাটিয়ে দলের হাল ধরেন ফখর জামান ও সাহিবজাদা ফারহান। বুমরাহ-হার্দিক-দের মাপা বোলিংয়ে খুব একটা চড়াও হতে না পারলেও পাওয়ারপ্লে’র ছয় ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪২ রান তোলে পাকিস্তান।

 

তবে পাওয়ারপ্লে’র পরই পাকিস্তানের ব্যাটাররা অসহায় আত্মসমর্পণের মিছিলে যোগ দেন। প্রথম থেকে তো পাক ব্যাটারদের এলোপাতাড়ি শট খেলা চলছিলই, তবে পাওয়ারপ্লে’র কারণে সেগুলো ক্যাচ না হয়ে ‘নো ম্যানস ল্যান্ডে’ পড়েছে। কোনদিকে ব্যাট চালাচ্ছে আর কোনদিকে বল গিয়ে বাউন্ডারি হচ্ছে সেটাও বুঝতে পারছিলেন না পাক ব্যাটাররা। সেখানে যখন কুলদীপ-অক্ষর রা বল হাতে তুলে নিলেন তখনই পাকিস্তানের বিপর্যয়ের শুরু। 

 

১৫ বলে ৩ চারে ১৭ রান করে অক্ষরের বলে লং অনে ক্যাচ দিয়ে ফিরে যান ফখর জামান। এরপর ক্যাপ্টেন সালমান আঘা ১২ বল খেলে ৩ রানে স্লগ সুইপে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। তিনিও অক্ষরের শিকার। 

 

১৩তম ওভারে জোড়া আঘাত হানেন কূলদীপ ইয়াদাভ। নাওয়াজকে ৫ রানে ফিরিয়ে নেওয়াজকে গোল্ডেন ডাক উপহার দিয়ে হ্যাটট্রিকের সুযোগ সৃষ্টি করলেও বেঁচে যান ফাহিম আশরাফ। 

 

একপ্রান্ত ধরে খেলা সাহিবজাদা হাত খুলে খেলার আগেই আবারো আঘাত হানেন কুলদীপ। ভারতের হয়ে এদিন সবচেয়ে ভাল বোলিং ফিগারটাও তার। বাঁহাতি এই লেগি, একের পর এক লেগব্রেক, গুগলিতে পাক ব্যাটারদের খাবি খাইয়েছেন। ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন অভিজ্ঞ কুলদীপ।  সাহিবজাদা ৪৪ বল খেলে ৩ ছক্কা ও এক চারে ৪০ রানে বিদায় নিলে পাকিস্তানের আশা সেখানেই শেষ হয়ে যায়।

 

ফাহিম আশরাফও বরুণের বলে লেগবিফোরের ফাঁদে পড়ে বিদায় নিলে পাকিস্তানের সামনে চোখ  রাঙাচ্ছিল ১০০ এর নিচে অলআউট হওয়ার ভয়। সেখান থেকে দলকে উদ্ধার করেন শাহীন শাহ আফ্রিদি।

 

নয়ে নামা আফ্রিদি ১৬ বলে ৪ ছক্কায় অপরাজিত ৩৩ রান যোগ করে পাকিস্তানকে লজ্জার হাত থেকে বাঁচান। শেষপর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৭ রানে থামে পাকিস্তানের ইনিংস।  

 

ভারতের হয়ে কুলদীপ বাদে অক্ষর ও বুমরাহ দুটি এবং হার্দিক ও বরুন ১টি করে উইকেট নিয়েছেন।