শিরোনাম

টস জিতে ব্যাটিং নিয়েছেন পাক অধিনায়ক। ছবি: সংগৃহীত।
বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই হাইভোল্টেজ এশিয়া কাপ লড়াই শুরুর আগেই উত্তেজনার পারদ চড়েছিল আকাশছোঁয়া। গ্যালারিতে গমগমে পরিবেশ, মাঠে দু’পক্ষের মুখোমুখি দাঁড়িয়ে যেন স্নায়ুযুদ্ধই চলছে।
আঘা জানালেন, উইকেটটা কিছুটা ধীর মনে হওয়ায় শুরু থেকেই বড় সংগ্রহ গড়ার পরিকল্পনা তাদের। “আমরা ভালো ক্রিকেট খেলছি। এই ধরনের কন্ডিশনে স্পিনই সবচেয়ে বড় অস্ত্র, তাই আগের দলই নামাচ্ছি। চাইব একটা প্যার-প্লাস স্কোর তুলতে,” মন্তব্য পাকিস্তান অধিনায়কের।
অন্যদিকে ভারতের অধিনায়ক সুরিয়াকুমার যাদব টস হেরে মোটেও নিরুৎসাহিত নন। উল্টো ম্যাচ-পূর্ব পরিকল্পনা অনুযায়ী বোলিং দিয়েই শুরু করতে চেয়েছিলেন তিনি। “প্রস্তুতি খুব ভালো হয়েছে। সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে (সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে) পাশের উইকেটে খেলেছি, সেটা ব্যাটিংয়ের জন্য দারুণ ছিল। আলো জ্বলার পর আরও ভালো হয়ে যায়,” আত্মবিশ্বাসী শোনাল সুরিয়াকুমারকে।
তবে চোখে পড়েছে এক অস্বস্তিকর মুহূর্ত, দুই অধিনায়ক টস শেষে করমর্দন তো করলেনই না, এমনকি চোখাচোখিও হয়নি। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথে এমন তপ্ত আবহ যেন ম্যাচে বাড়তি নাটকীয়তা যোগ করেছে।
দুই দলের একাদশ
ভারত: অভিষেক শর্মা, শুবমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সুরিয়াকুমার ইয়াদাভ(অধিনায়ক), তিলক ভার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
পাকিস্তান: সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, ফখর জামান, সালমান আঘা (অধিনায়ক), হাসান নবাজ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নবাজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।
আরও পড়ুন: