শিরোনাম

পাকিস্তানের সাবেক ক্রিকেটার উমর গুল। ছবি: সংগৃহীত।
শ্রীলঙ্কার বিপক্ষে একপেশে ম্যাচ হেরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ। তবে সেই ম্যাচে ব্যাট হাতে কিছুটা লড়াই করেছেন জাকের আলী। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩৪ বলে ৪১ রানের ইনিংস খেলেন তিনি। যদিও তার ব্যাট থেকে আসে মাত্র দুটি বাউন্ডারি। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান করলেও জাকেরের ব্যাটিংয়ে কিছু দুর্বলতা চোখে পড়েছে সাবেক পাকিস্তানি পেসার উমর গুল ও সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হকের।
শুরুতেই ধসে পড়ে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন শূন্য রানে ফেরেন। এরপর তাওহীদ হৃদয় ও শেখ মেহেদীও দ্রুত সাজঘরে ফিরলে ৩৮ রানে চার উইকেট হারায় দল। সেখান থেকে কিছুটা সামাল দেন জাকের। কিন্তু তার ব্যাটিং স্টাইল নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
ট্যাপম্যাডের বিশ্লেষণ অনুষ্ঠানে উমর গুল বলেন, “মনে হয়, জাকের পূর্ব প্রস্তুতি নিয়ে ব্যাটিং করেছে একইভাবে। কোনো তাচ্ছিল্য নয়, কিন্তু আমার মনে হয়েছে তার সব শক্তি ব্যাক লেগে বা ব্যাক ফুটে। পেছনের বল বা লেংথ বল সে সহজেই মেরে খেলতে পারে, কিন্তু সামনে বল করলে মারতে পারে না। সে আসলে ব্যাক ফুটের বলের জন্য পূর্ব প্রস্তুতি নিয়েই থাকে। ভালো হবে যদি এই জায়গায় সে নজর দেয়।”
তার মতে, জাকেরের স্ট্যান্সও বড় সমস্যা। “আমি একজন বোলার হিসেবে দেখলে বলব, জাকেরের স্ট্যান্সটা একটু বেশি ওয়াইড। পা এমনভাবে রাখে যাতে সামনে এসে শট খেলতে কষ্ট হয়। এগুলো তাকে শুধরাতে হবে।”
উমর গুলের সঙ্গে মিল রেখে মিসবাহ-উল-হকও জাকেরের টেকনিক নিয়ে কথা বলেন। তার মতে, জাকের যেভাবে পয়েন্টের দিকে ব্যাট ঝুঁকিয়ে দাঁড়ান, তাতে ফ্রন্ট-ফুটে খেলা তার জন্য আরও কঠিন হয়ে যায়।
বাংলাদেশ প্রথমে ব্যাট করে তোলে ১৩৯ রান। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৪.৪ ওভারে ছয় উইকেট হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
আরও পড়ুন: