শিরোনাম

ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে কড়া সতর্কবার্তা দিয়েছে দুবাই পুলিশ। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে দুবাইয়ে তৈরি হয়েছে ভিন্নরকম আবহ। স্টেডিয়ামের বাইরে ভারতীয় সমর্থকদের ঢল চোখে পড়লেও, ম্যাচের আগে শঙ্কা ছড়িয়েছে রাজনৈতিক উত্তেজনা। এমন প্রেক্ষাপটে দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া নির্দেশনা দিয়েছে দুবাই পুলিশ।
দুবাই পুলিশের পাশাপাশি ইভেন্টস সিকিউরিটি কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, স্টেডিয়ামে বা স্টেডিয়ামের বাইরে কোনো ধরনের উসকানিমূলক আচরণ বরদাশত করা হবে না। ম্যাচের আগে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, যারা সমর্থক বা খেলোয়াড়দের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শাস্তি হিসেবে তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ৩০ হাজার দিরহাম (প্রায় ৭.২ লাখ ভারতীয় রুপি) জরিমানার বিধান থাকছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি বছরের শুরুতে দুই দেশের মধ্যে সৃষ্ট সংঘাতের পর এটাই প্রথম ভারত–পাকিস্তান লড়াই। তাই উত্তেজনার মাত্রা স্বাভাবিকভাবেই বেশি। কর্তৃপক্ষ কোনো অঘটন এড়াতে মাঠের ভেতর-বাইরে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: