শিরোনাম

শ্রীলঙ্কার ধারাভাষ্যকার ও সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড। ছবি: সংগৃহীত।
এশিয়া কাপে সুপার ফোরে জায়গা করে নিতে কঠিন সমীকরণের মুখে পড়েছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারায় এখন আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই লিটন দাসদের সামনে। এর সঙ্গে আবার শ্রীলঙ্কারও আফগানদের হারাতে হবে, এমন নির্ভরশীল সমীকরণেই টিকে আছে টাইগারদের সম্ভাবনা।
গ্রুপ 'বি' শুরুর আগেই ‘গ্রুপ অব ডেথ’ নামে পরিচিত হয়েছিল। হংকংয়ের বিপক্ষে আফগানিস্তান বড় জয় তুলে নিলেও বাংলাদেশকে ম্যাচ শেষ করতে হয়েছিল ১৭.৪ ওভার পর্যন্ত। সেটাই আজ কাল হয়ে দাঁড়িয়েছে নেট রানরেটের হিসাবে। হংকংয়ের বিপক্ষে সহজ জয়ের সুযোগ হাতছাড়া করায় এখন গ্রুপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ তৃতীয় স্থানে। তাদের নেট রানরেট ঋণাত্মক ০.৬৫০। অপরদিকে শীর্ষে থাকা আফগানিস্তানের রানরেট +৪.৭০ এবং দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার রানরেট +২.৫৯৫।
বাংলাদেশের এই ভুলের জায়গাটা স্পষ্ট করে দিয়েছেন লঙ্কান ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে তিনি বলেন, “বাংলাদেশ নেট রানরেটের কারণে ঝামেলায় পড়েছে। হংকংয়ের বিপক্ষে তারা তেমন সুবিধাই করতে পারেনি। অথচ ওই ম্যাচেই নেট রানরেটে এগিয়ে যাওয়া উচিত ছিল বাংলাদেশের।”
ভুল ধরার পাশাপাশি করণীয়ও জানিয়ে দেন তিনি। “এখন তাদের (বাংলাদেশ) অপেক্ষা করতে হবে। আফগানিস্তানকে হারাতে হবে বাংলাদেশের। একই সঙ্গে শ্রীলঙ্কা যেন আফগানিস্তানকে হারায়, সেটাও তারা চাইবে। এখন তাদের সামনে এমন সমীকরণ রয়েছে।”
আফগানিস্তানের বিপক্ষে ১৬ সেপ্টেম্বর মাঠে নামার লড়াইটাই নির্ধারণ করবে বাংলাদেশের ভাগ্য।
আরও পড়ুন: