“হারের কথা ভুলে আফগানিস্তানকে হারাও”

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:০০

শেয়ার

“হারের কথা ভুলে আফগানিস্তানকে হারাও”
ভারতীয় ধারাবাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। ছবি: সংগৃহীত।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে সরাসরি হতাশা প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ম্যাচ শেষে ক্রিকবাজের আলোচনায় তিনি বলেন, “খুবই খারাপ খেলেছে, মনে হয়েছে লড়াইয়েই ছিল না।”

 

তবে হতাশা সত্ত্বেও টাইগারদের সম্ভাবনা নিয়েও ইতিবাচক থাকলেন তিনি। হার্শার মতে, এখনও সুপার ফোরে যাওয়ার দৌড়ে বাংলাদেশ আছে, তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই ঘুরে দাঁড়াতে হবে। তার ভাষায়, “বাংলাদেশের এই হার এমন দলের বিপক্ষে যাদের তারা আগে হারিয়েছে। কিন্তু এবার মনে হয়েছে ওরা লড়াইয়ের মাঝেই নেই। আফগানিস্তানের বিপক্ষে বিগ গেমে ওদের একেবারেই ঘুরে দাঁড়াতে হবে।”

 

সেই ঘুরে দাঁড়ানোর কৌশলও জানালেন তিনি, “বাংলাদেশকে সবার আগে ভুলে যেতে হবে এই ম্যাচে কী হয়েছে। এখন ভাবতে হবে কীভাবে আফগানিস্তানের বিপক্ষে জেতা যায়। এত দূর ভাবার দরকার নেই, আগে আফগানিস্তানকে হারাও। এরপর দেখো নেট রান রেট কেমন দাঁড়ায়। অনেকে বেশি আগেভাগে ভাবা শুরু করে। আগে ২ পয়েন্ট নিয়ে নাও। আর এটা ভাবো কোথায় কোথায় ভুল ছিল।”

 

শ্রীলঙ্কা ও আফগানিস্তানই কি ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে যাবে এমন প্রশ্নে হার্শার ব্যাখ্যা, “টি-টোয়েন্টির মজাটাই এখানে যে যেকোনো কিছু হতে পারে। আমি এবং দীনেশ কার্তিক দুজনই ভেবেছিলাম আজ ম্যাচটা জমজমাট হবে, তবে হয়ত শ্রীলঙ্কা ফেভারিট। আমি অন্তত ক্লোজ ম্যাচ আশা করেছিলাম। আপনি বলতে পারবেন না কী হবে, কারণ বাংলাদেশের আফগানিস্তানকে হারানোর মতো খেলোয়াড় আছে। আবার আফগানিস্তানেরও বাংলাদেশকে হারানোর মতো খেলোয়াড় আছে। আবার আফগানিস্তানের শ্রীলঙ্কাকে হারানোর মতো এবং শ্রীলঙ্কার আফগানিস্তানকে হারানোর মতো খেলোয়াড় আছে।”