হাইভোল্টেজ ম্যাচে যেমন হতে পারে ভারত-পাকিস্তান একাদশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৪৩

শেয়ার

হাইভোল্টেজ ম্যাচে যেমন হতে পারে ভারত-পাকিস্তান একাদশ
এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপের মঞ্চে ভারত–পাকিস্তান লড়াই মানেই আলাদা উত্তেজনা। রাজনৈতিক প্রেক্ষাপটের টানাপোড়েনের মাঝেই পেহেলগামে সামরিক সংঘাতের পর এটাই দুই দলের প্রথম মুখোমুখি হওয়া। ফলে দুবাইয়ের ম্যাচটি মাঠের বাইরেও জমে উঠেছে।

 

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে একতরফা জয় তুলে নিয়েছে। ভারত ৫৭ রানে গুটিয়ে দেয় আমিরাতকে, রান তাড়া সেরে ফেলে মাত্র ৪.৩ ওভারে। পাকিস্তানও পায় বড় জয়, ওমানকে হারিয়েছে ৯৩ রানে। সহজ পরীক্ষার পর এবার আসল পরীক্ষার সামনে পড়তে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

 

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রথম ম্যাচের জয়ী একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। ধীরগতির উইকেটে জাসপ্রীত বুমরাহর সঙ্গে হার্দিক পান্ডিয়া থাকবেন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে। প্রয়োজনে বল হাতে দেখা যেতে পারে শিবম দুবেকেও। এর ফলে স্পিন আক্রমণে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী, তিনজনকেই খেলাতে পারবে ভারত।

 

ব্যাটিংয়ে অভিষেক শর্মার সঙ্গী হিসেবে ওপেনিংয়ে থাকবেন শুবমান গিল। গিলের কারণে ওপেনিং হারানো সাঞ্জু স্যামসনকে দেখা যেতে পারে মিডল বা লোয়ার অর্ডারে, প্রয়োজনে উইকেটকিপার হিসেবেও।

 

এদিকে পাকিস্তানের বেলায় ওমানের বিপক্ষে জয়ী একাদশে একটি পরিবর্তন আনার ইঙ্গিত আছে। দলে ফিরতে পারেন হারিস রউফ। তবে তিনি কাকে সরিয়ে আসবেন, সেটি এখনো নিশ্চিত নয়।

প্রথম ম্যাচে ভালো খেলেছেন বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম। সঙ্গে আছেন অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ ও সাইম আইয়ুব। যদিও দুবাইয়ের পরিসংখ্যান পেসারদের পক্ষে, ৪৪১ উইকেটের মধ্যে ২৭৭টি এসেছে পেসারদের হাত থেকে। তবে কৃপণতা দেখিয়েছেন স্পিনাররা; তাঁদের ইকোনমি ৭.০৩, যেখানে পেসারদের ৮.৩৬।

 

ব্যাটিং বিভাগে পরিবর্তনের সম্ভাবনা নেই। সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান ও মোহাম্মদ হারিসদের নিয়েই শক্তিশালী শুরুর প্রত্যাশা করছে পাকিস্তান।

 

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), সুরিয়াকুমার ইয়াদাভ, তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী।

 

পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আঘা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ/হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।