‘সুপারস্টার’ হাসারাঙ্গা দলে ফেরায় খুশি লঙ্কান অধিনায়ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:১৮

শেয়ার

‘সুপারস্টার’ হাসারাঙ্গা দলে ফেরায় খুশি লঙ্কান অধিনায়ক
সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে আজ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মুখোমুখি লড়াই দেখা যাবে। লঙ্কান দল এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। অন্যদিকে হংকংকে ৭ উইকেটে হারিয়ে বাংলাদেশ ইতিমধ্যেই টুর্নামেন্টে শক্তিশালী শুরু করেছে এবং এবার মাঠে নামবে দ্বিতীয় ম্যাচে।

 

বাংলাদেশের সাম্প্রতিক সফলতার কথা মনে করিয়ে দিতে গেলে বলা যায়, শ্রীলঙ্কার মাটিতে শেষ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী হয়েছিল। তবে সেই সময় লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা খেলেননি। এবারের এশিয়া কাপে হাসারাঙ্গা দলে ফিরেছেন। লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা আশা করছেন, ছন্দে থাকা বাংলাদেশকে এবার হাসারাঙ্গার অভিজ্ঞতায় আটকানো সম্ভব হবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “হাসারাঙ্গার ফিরে আসা আমাদের জন্য দারুণ ভালো ব্যাপার। সাদা বলে সে আমাদের সুপারস্টার। একজন অধিনায়ক হিসেবে দলে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।”

 

আসলাঙ্কা জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজের পর ব্যাটিং লাইনআপে বড় কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। তবে ফাইনাল একাদশ এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, “আমরা একাধিক অলরাউন্ডার নিয়ে মাঠে নামতে চাই। এই ধরনের টুর্নামেন্টে একটি ম্যাচ হারলে পরের ম্যাচগুলো কঠিন হয়ে যায়। তাই শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই, কেবল পরের বলের দিকে ফোকাস রাখব। আমাদের ভালো ক্রিকেট খেলার ক্ষমতা আছে, তাই বেসিক দিকগুলো মেনে চলব।”

 

ওপেনিং প্রসঙ্গে আসালাঙ্কা বলেন, “টি-টোয়েন্টির মতো ছোট ফরম্যাটে প্রথম তিন ব্যাটার সবচেয়ে বেশি বল খেলার সুযোগ পান। তারা ভালো খেললে দলের ব্যাটিং ইউনিটের শক্তি অনেক বেড়ে যায়। আমাদের ভাগ্য যে দলে এমন প্লেয়ার আছে। গত কয়েক বছর ধরে তারা একসাথে ওপেনিং করছে। আমাদের কাজ হচ্ছে তাদের শুরুটা কাজে লাগিয়ে ম্যাচ শেষ করা।”

 

৩ নম্বরে কামিন্দু মেন্ডিসকে খেলানো নিয়ে আসালাঙ্কা মন্তব্য করেন, “সে শেষ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল। আমরা তার ওপর আস্থা রাখি। ১৭ ওভারে ১৭০+ রান তাড়া করতে গিয়ে তিনে কামিন্দু এবং চারয়ে কুশাল ব্যাট করেছিল এবং সফল হয়েছিল। একই অর্ডার টুর্নামেন্টে বজায় থাকবে। ছোটখাটো পরিবর্তন হতে পারে, তবে কামিন্দুর ভবিষ্যৎ এই ফরম্যাটে উজ্জ্বল।”

 

পাওয়ারপ্লে ব্যাটিং নিয়ে আসালাঙ্কা বলেন, “শুরুতে নতুন বলে পেসারদের সুবিধা থাকে। কেবল দুইজন ফিল্ডার বাউন্ডারির বাইরে থাকে, তাই রান করার সুযোগ বেশি, কিন্তু উইকেট হারানোর ঝুঁকিও থাকে। কুশল মেন্ডিস ও পাথুম নিসাঙ্ক এই পরিস্থিতি খুব ভালোভাবে সামলাতে পারে।”

 

বাংলাদেশের বিপক্ষে কুশল মেন্ডিস, কুশল পেরেরা এবং আসালাঙ্কার রেকর্ডও শক্তিশালী। পেসার নুয়ান থুসারাও টাইগারদের বিপক্ষে খেলায় জ্বলে উঠেছেন। তাই বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে শ্রীলঙ্কাকে। জয় পেলে হাতের মুঠোয় চলে আসবে সুপার ফোরের টিকিট।

 

ম্যাচ শুরু হবে আজ (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে।