শ্রীলঙ্কাকে ফেভারিট মানলেও জমজমাট লড়াই দেখতে চান হার্শা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০২

শেয়ার

শ্রীলঙ্কাকে ফেভারিট মানলেও জমজমাট লড়াই দেখতে চান হার্শা
ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে আজ (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুই দলের লড়াই বরাবরের মতোই উত্তাপ আর আগ্রহ সৃষ্টি করছে। তবে এই ম্যাচে শ্রীলঙ্কাকেই ফেভারিট হিসেবে দেখছেন জনপ্রিয় ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

 

হার্শার মতে, বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই সবসময়ই প্রতিদ্বন্দ্বিতামূলক হয়। দুই দলের সর্বশেষ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় পেয়েছিল। টি-টোয়েন্টি ফরম্যাটে গত ছয়টি মুখোমুখি ম্যাচে চারটিতেই জয় পেয়েছে টাইগাররা। তবে এবারের এশিয়া কাপের মিশনে মাঠে নামার আগে হার্শা মনে করেন, শ্রীলঙ্কার ব্যাটিংয়ের প্রতিভা অনেক বেশি, তাই তারা ফেভারিট। তিনি ক্রিকবাজে বলেন, “এখানে সত্যিই ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। শ্রীলঙ্কা ফেভারিট হিসেবে শুরু করবে, তবে এটা হবে খুবই প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ। বাংলাদেশে এখনও কিছুটা অপূর্ণ প্রতিশ্রুতি দেখা গেছে। খেলোয়াড়দের ক্ষমতা আছে, কিন্তু বড় কিছু করতে এখনও দেখানো হয়নি।”

 

বাংলাদেশি বোলিং ইউনিটের প্রশংসা করতে থাকেন হার্শা। তিনজন দ্রুতগতির পেসারের পাশাপাশি স্পিন বিভাগের শক্তিশত্তা নিয়েও তিনি সন্তুষ্ট। তিনি বলেন, “বাংলাদেশের পেস বোলাররা দারুণ। তাদের সবসময়ই ভালো মানের স্পিন বোলার থাকে। রিশাদ এখনও তৈরি হচ্ছে, কিন্তু তাসকিন, মুস্তাফিজুর ও তানজিমকে নিয়ে তারা ইতিমধ্যেই অনেক ভালো খেলছে। পেস বোলিং শক্ত হলে কোনো দল আরও প্রতিযোগিতামূলক হয়ে ওঠে।”

 

এশিয়া কাপে আজই নিজেদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। গ্রুপের চার দলের মধ্যে তারা সবচেয়ে পরে মাঠে নামছে। ইতিমধ্যেই হংকং দুই ম্যাচ হেরে বিদায়ের পথে, আর বাংলাদেশ ও আফগানিস্তান এক একটি জয় নিয়ে এগোচ্ছে। আজকের ম্যাচে জয়ী দল গ্রুপ থেকে সুপার ফোরে ওঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করবে।