টাইগার পেসারদের প্রশংসায় পঞ্চমুখ গুল, বললেন ডোনাল্ডের কথা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৪৮

শেয়ার

টাইগার পেসারদের প্রশংসায় পঞ্চমুখ গুল, বললেন ডোনাল্ডের কথা
সাবেক পাকিস্তানি পেসার উমর গুল। ছবি: সংগৃহীত।

অ্যালান ডোনাল্ড বিদায় নেওয়ার পর বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে একসময় আলোচনায় এসেছিলেন পাকিস্তানি কিংবদন্তি উমর গুল। শেষ পর্যন্ত দায়িত্বটা গেল শন টেইটের হাতে। তবে দায়িত্ব না পেলেও বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে গর্বের সঙ্গেই কথা বলেন গুল। সাম্প্রতিক এক আলাপে এশিয়া কাপ ঘিরে বাংলাদেশের পেস ইউনিটের প্রশংসায় ভাসান তিনি।

 

বিশেষভাবে উঠে আসে তাসকিন আহমেদের নাম। ইনজুরি কাটিয়ে করোনার পর যে উত্থান তার, সেটিকে গুল আখ্যা দেন বৈপ্লবিক বলে। আর সেই পরিবর্তনের বড় কৃতিত্ব দেন সাবেক কোচ অ্যালান ডোনাল্ডকে। গুলের ভাষায়, “বাংলাদেশের বোলিংয়ে অপশনের অভাব নেই। ইনজুরির পর তাসকিন দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বিশেষ করে ডোনাল্ডের হাত ধরে সে নতুন রূপ পেয়েছে। এখন সে নতুন বল, মিডল ওভার কিংবা স্লগ, তিন ফেইজেই কার্যকর।”

 

তাসকিনের পাশাপাশি মুস্তাফিজের অভিজ্ঞতা এবং শরিফুল ইসলামের সাম্প্রতিক ফর্মও মুগ্ধ করেছে গুলকে। তিনি বলেন, “মুস্তাফিজ অনেক অভিজ্ঞ, আইপিএলে নিয়মিত খেলে। বোলিং আক্রমণে গভীরতা যোগ করছে সে। আর শরিফুল তো দারুণ ছন্দে আছে, নতুন বলে সুইং করছে, তার উচ্চতা ও সিম পজিশন অসাধারণ। একজন পেসারের যা যা গুণ দরকার, তার ভেতর সবই আছে।”

 

বাংলাদেশি পেসারদের সামর্থ্য নিয়ে উমর গুলের সারসংক্ষেপ, “এরা ম্যাচের সব ধাপে ভালো বল করতে পারে, হোক সেটা নতুন বল, মাঝের ওভার কিংবা স্লগ ওভার। আমার কাছে মনে হয়, বাংলাদেশের বোলিং ইউনিট এখন তাদের ব্যাটিং ইউনিটের চেয়েও শক্তিশালী।”