শিরোনাম
.jpg)
৬০ বলে অপরাজিত ১৪১ রানের দানবীয় ইনিংস খেলেন ফিল সল্ট। ছবি: সংগৃহীত।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ড স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইতিহাস গড়ল ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ব্যাট হাতে তাণ্ডব চালালেন ইংলিশ ব্যাটাররা। দলের ইনিংস শেষ হলো অবিশ্বাস্য ৩০৪ রানে যা টি–টোয়েন্টিতে ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ, আর টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথমবার কোনো দলের ৩০০ ছোঁয়ার কীর্তি।
এই রেকর্ড গড়ার মঞ্চে নেতৃত্ব দিয়েছেন ফিল সল্ট। মাত্র ৬০ বলে অপরাজিত ১৪১ রানের ঝড়ো ইনিংসে গড়লেন ইংল্যান্ডের হয়ে যে কোনো ফরম্যাটে দ্রুততম শতকের রেকর্ড (৩৯ বলে)। শুরুর পাওয়ারপ্লেতেই যখন আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলে দেন, তখনই বোঝা যাচ্ছিল এ দিন ইতিহাস রচনা হতে যাচ্ছে।
তার সঙ্গী ছিলেন অধিনায়ক জস বাটলার। ৩০ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংসে আটটি চার আর সাতটি ছক্কার ঝড় তুলেছেন তিনি। দুই ওপেনারের উদ্বোধনী জুটি মাত্র ৮ ওভারে আসে ১২৬ রান, যা দক্ষিণ আফ্রিকার বোলারদের আত্মবিশ্বাসই ভেঙে দেয়।
সল্টের ব্যাট থেকে এদিন এসেছে ১৫টি চার আর ৮টি ছক্কা। কেবল লম্বা শটই নয়, বুদ্ধিদীপ্ত স্ট্রোকে উইকেটের চারপাশে রান তুলেছেন অবলীলায়। অন্যদিকে, জ্যাকব বেটেল (১৪ বলে ২৬) ছোট্ট কিন্তু প্রাণবন্ত ক্যামিও খেলেছেন, আর শেষদিকে হ্যারি ব্রুক (২১ বলে অপরাজিত ৪১) ইনিংসটাকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে গেছেন।
ইংল্যান্ডের ইনিংসের ভয়াবহতাটা বোঝা যায় দক্ষিণ আফ্রিকার বোলারদের পরিসংখ্যানেই। কাগিসো রাবাদা (৪ ওভারে ৭০), মার্কো জানসেন (৪ ওভারে ৬০) কিংবা লুঙ্গি এনগিডি-র জায়গায় খেলা উইলিয়ামস (৩ ওভারে ৬২) একেবারেই দিশেহারা ছিলেন। একমাত্র কিছুটা সাফল্য পান স্পিনার বিওর্ন ফোরচুইন, যিনি নিয়েছেন ২ উইকেট।
ওল্ড ট্র্যাফোর্ডের এই দিনে শুধু ব্যাটিং শৈলীর প্রদর্শনী হয়নি, হয়েছে ইতিহাস। মাত্র তৃতীয়বারের মতো পুরুষদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ৩০০ পেরোনো ইনিংস গড়েছে কোনো দল।
আরও পড়ুন: