ওমানকে ১৬১ রানের লক্ষ দিল পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ২২:৫০

শেয়ার

ওমানকে ১৬১ রানের লক্ষ দিল পাকিস্তান
পাকিস্তানের হয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়েন সাহিবজাদা-হারিস। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের দ্বিতীয় বলেই শাহ ফয়সালের শিকার হয়ে ফেরেন সাইম আয়ুব (০)। চাপ সামলে নিতে ওপেনার সাহিবজাদা ফারহান চেষ্টা করলেও ২৯ বলে ২৯ রানের বেশি যেতে পারেননি।

 

কিন্তু অন্যপ্রান্তে ঝড় তোলেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ হারিস। মাত্র ৪৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় খেলেন দুর্দান্ত ৬৬ রানের ইনিংস, যা পাকিস্তানকে ম্যাচে টেনে আনে। তবে ইনিংসের মাঝপথেই আউট হয়ে গেছেন তিনি, আর তাতেই খানিকটা গতি হারায় রান তোলার ধারা।

 

শেষ দিকে ছোট ছোট ইনিংসে অবদান রাখেন ফখর জামান (২৩*), মোহাম্মদ নওয়াজ (১৯) ও ফাহিম আশরাফ (৮)। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় প্রত্যাশার চেয়ে কম রানেই থেমে যায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬০ রান।

 

ওমানের বোলারদের মধ্যে সবচেয়ে কার্যকর ছিলেন শাহ ফয়সাল ও আমির কালিম। দুজনেই তুলে নেন তিনটি করে উইকেট। বিশেষ করে ফয়সাল শেষের দিকে একাই ভেঙে দেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।