টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৫৬

আপডেট: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ২১:১৫

শেয়ার

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
টস জিতে ব্যাটিং নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টসের মুদ্রা ভাগ্য ফেরাল পাকিস্তানের দিকে। ওমানের বিপক্ষে ম্যাচে সালমান আলী আঘার দল নিয়েছে আগে ব্যাট করার সিদ্ধান্ত। একটু চমকই বলা যায়, কারণ এ ভেন্যুর পরিসংখ্যান বলছে,পরে ব্যাট করাই সুবিধাজনক। এমনকি ওমান অধিনায়ক জতিন্দর সিংও টস জিতলে নাকি ব্যাটিং নিতেন!

 

তবুও পাকিস্তানের যুক্তি পরিষ্কার। সাম্প্রতিক সময়ে তারা বারবার বলে আসছে, টি-টোয়েন্টিতে নিজেদের ব্যাটিং দর্শন কেমন হবে। সুযোগ পেয়েই তাই আজ শুরুর দিকে রান তুলতে চান তারা। অধিনায়ক সালমান জানালেন, উইকেট ভালো মনে হচ্ছে, লক্ষ্য একটাই, বোর্ডে বড় স্কোর গড়া এবং প্রতিপক্ষকে চাপে ফেলা। দলে তিনজন বিশেষজ্ঞ স্পিনার, কয়েকজন অলরাউন্ডার আর পেসারদের নিয়ে গড়া এক ভারসাম্যপূর্ণ একাদশ নিয়েই নেমেছে পাকিস্তান।

 

অন্যদিকে জতিন্দর সিংয়ের কণ্ঠেও ঝরল আবেগ। বড় দলের বিপক্ষে খেলার এই ঐতিহাসিক মুহূর্তকে উপভোগ করছেন তিনি। ছয় মাস আগেও নানা পরিবর্তনের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছিল দল, তবে এখন ওমান প্রস্তুত এই বড় মঞ্চের জন্য। নিজেদের স্পিননির্ভর বোলিং ইউনিট নিয়েই লড়াইয়ে নামছে তারা। অভিজ্ঞতার ভরসা জতিন্দর, আমির কালীম ও নাদিম।

 

পিচ রিপোর্টে জানানো হয়েছে, এটি সেই একই উইকেট যেখানে কয়েকদিন আগে ভারত খেলেছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। শক্ত আর রোল করা পিচে ব্যাটিংয়ের সুযোগ থাকলেও শুকনো ভাব কিছুটা সুবিধা দিতে পারে স্পিনারদের। পেসাররা জোরে বল করলে সহায়ক হতে পারে বাউন্সও। পরিসংখ্যান অবশ্য বলে, রান তাড়াই নাকি তুলনামূলক সহজ।

 

সব মিলিয়ে ম্যাচের শুরুতে ব্যাট হাতে পাকিস্তান কীভাবে নিজেদের আধিপত্য বিস্তার করে, সেটিই এখন দেখার বিষয়।

 

দুই দলের একাদশ

পাকিস্তান: সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, ফখর জামান, সালমান আলী আঘা (অধিনায়ক), হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফহিম আশরাফ, শাহীন আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।

 

ওমান: আমির কালীম, জতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা (উইকেটরক্ষক), হাসনাইন শাহ, শাহ ফয়সাল, মোহাম্মদ নাদিম, জিকরিয়া ইসলাম, সুফিয়ান মাহমুদ, শাকিল আহমেদ, সমায় শ্রীবাস্তব।