শিরোনাম
.jpg)
প্রোটিয়া বোলিং শিবিরের দুই প্রধান অস্ত্র লুঙ্গি-মহারাজ। ছবি:সংগৃহীত।
ইংল্যান্ড সফরে দুর্ভাগ্যের ছায়া যেন ঘিরে ধরেছে দক্ষিণ আফ্রিকার দলকে। একের পর এক ক্রিকেটার ছিটকে যাচ্ছেন চোটের কারণে। ডেভিড মিলার আগেই সফরের বাইরে চলে গেছেন, এবার সেই তালিকায় যোগ হলো পেসার লুঙ্গি এনগিডি। কুঁচকির চোটে ভুগছেন স্পিনার কেশব মহারাজও, তিনিও হয়তো ছিটকে পড়তে পারেন।
প্রোটিয়ারা এই সফরে খেলছে সাদা বলের ক্রিকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় নিয়ে হাসিমুখে শেষ করেছে তারা। একইভাবে টি-টোয়েন্টি সিরিজেও শুভসূচনা, প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
তবে এই জয় পেয়েছে চোট–আঘাতের চাপ সামলে। প্রথম ম্যাচে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে কুঁচকির সমস্যায় বসে যেতে হয় কেশব মহারাজকে। তার জায়গায় একাদশে সুযোগ পান করবিন বশ। এর আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পুরো সফর থেকেই বিদায় নিয়েছেন লুঙ্গি এনগিডি। ১১ সেপ্টেম্বর দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ সামনে রেখে ফিটনেস ফেরানোর লড়াইয়ে নামবেন এনগিডি।
লুঙ্গির বদলি হিসেবে দলে ডাকা হয়েছে নান্দ্রে বার্গারকে। আর মহারাজ সুস্থ না হওয়ায় প্রথম ম্যাচে স্পিনের দায়িত্ব সামলান করবিন বশ।
লর্ডসে অনুষ্ঠিত সেই ম্যাচে বৃষ্টির কারণে খেলা গড়ায় কার্টেল ওভারে। দক্ষিণ আফ্রিকা ব্যাট করে তোলে ৭.৫ ওভারে ৯৭ রান, হারায় ৫ উইকেট। বৃষ্টি আইন অনুসারে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬৯ রান। কিন্তু ৫৪ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। ফলে ১৪ রানের জয় পায় প্রোটিয়ারা।
এখন ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল, ১২ সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
আরও পড়ুন: