শিরোনাম
.jpg)
দুই চিরপ্রতদ্বন্দ্বী ভারত-পাকিস্তান এর ম্যাচ নিয়ে চলছে নাটক। ছবি: সংগৃহীত।
শুরু হয়ে গেছে এশিয়া কাপ ২০২৫। ইতোমধ্যেই টুর্নামেন্টে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হলেও এখন বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। বহুল প্রতীক্ষিত এই লড়াই ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক, এমনকি ম্যাচটি বাতিল করার দাবি নিয়ে পৌঁছে গেছে ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত।
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আগে থেকেই চলছিল নানা আলোচনার ঝড়। দুই দলকে একই গ্রুপে রাখার সিদ্ধান্ত নিয়েও হয়েছে তীব্র সমালোচনা। এবার সেই বিতর্ক আরও গভীর হলো, কারণ ভারতের সুপ্রিম কোর্টে ম্যাচ বাতিলের জন্য করা হয়েছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আবেদন। জনস্বার্থে করা এই ধরনের আবেদনে সমাজের বৃহত্তর স্বার্থ রক্ষার দাবিই আদালতের সামনে তুলে ধরা হয়।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আইনের চার শিক্ষার্থী মিলে এই আবেদন করেছেন, যাঁদের নেতৃত্বে রয়েছেন উর্বশী জৈন। তাঁদের দাবি, গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা ও পরবর্তী ‘অপারেশন সিঁদুর’–এর মতো ঘটনার পর এত দ্রুত ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা উচিত নয়। এতে শহীদ সৈন্যদের আত্মত্যাগ ও সাধারণ নাগরিকদের জীবনকে অবমূল্যায়ন করা হচ্ছে বলে উল্লেখ করেছেন তাঁরা।
পিটিশনে বলা হয়েছে, “সৈন্যদের আত্মদান, নাগরিকদের জীবন আর জাতীয় স্বার্থের ঊর্ধ্বে কখনোই হতে পারে না ক্রিকেট।” পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ‘ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্ট ২০২৫’ দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন আবেদনকারীরা। জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচ শুরুর আগেই এই বিষয়ে শুনানি করবে সুপ্রিম কোর্ট।
এর আগেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে আপত্তি তুলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং ও কেদার যাদব। এমনকি সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসেও ভারতীয় দল পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে সরে আসার কোনো প্রশ্নই নেই। সম্প্রতি বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন।
সব বিতর্কের মাঝেই নজর এখন দুবাইয়ের দিকে। আগামী রোববার গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ভাগ্যচক্রে দুই দল মুখোমুখি হতে পারে সুপার ফোরে, এমনকি ফাইনালেও।
আরও পড়ুন: