এশিয়া কাপে আফগানিস্তানের দাপুটে জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৪

শেয়ার

এশিয়া কাপে আফগানিস্তানের দাপুটে জয়
দলের সাথে উদযাপনে শামিল রশিদ খান। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালালেন আজমতউল্লাহ ওমরজাই। মাত্র ২০ বলে দুর্দান্ত ফিফটি হাঁকিয়ে আফগান অলরাউন্ডার হংকংয়ের বিপক্ষে নিশ্চিত করলেন বড় জয়। ব্যাটে-বলে সমান প্রভাব রাখায় ম্যাচসেরার পুরস্কারও উঠল তার হাতেই।

 

মঙ্গলবার আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে উইকেট হারিয়ে তোলে ১৮৮ রান। ওপেনার সেদিকউল্লাহ আতাল একপ্রান্ত আগলে রাখেন দুর্দান্তভাবে। ৫২ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংসে তার ভাগ্যও ছিল সঙ্গীমাত্র তারই তিনটি ক্যাচ ছেড়ে দেন হংকংয়ের ফিল্ডাররা। দুইবার সুযোগ হারান অধিনায়ক ইয়াসিম মুর্তজা, আরেকটি ক্যাচ হাতছাড়া হয় তার নিজের বোলিংয়েই।

 

প্রথম দিকে আঘাত হানলেও আতালকে নিয়ে আফগান ইনিংস ঘুরে দাঁড়ায়। অভিজ্ঞ মোহাম্মদ নবির সঙ্গে তৃতীয় উইকেটে তিনি যোগ করেন ৪১ বলে ৫১ রান। নবি ২৬ বলে ৩৩ রান করে ফেরার পর ম্যাচের চিত্র পুরো বদলে দেন আতাল ও ওমরজাই। তাদের পঞ্চম উইকেট জুটিতে মাত্র ৩৫ বলে আসে ৮২ রান। ওমরজাই ২১ বলে ৫৩ রানের বিস্ফোরক ইনিংসে হাঁকান দুটি চার ও পাঁচটি ছক্কা। এর মধ্য দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি আফগান ব্যাটারদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন তিনি।

 

এরপর বল হাতে নিয়েও উজ্জ্বল ছিলেন ওমরজাই। মাত্র দুই ওভারে ৪ রান দিয়ে নেন একটি উইকেট। আফগান বোলারদের সম্মিলিত আক্রমণে হংকং ইনিংস শেষ পর্যন্ত গুটিয়ে যায় ৯৪ রানে। পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে তাদের মাত্র দুজন ব্যাটার পৌঁছাতে পারেন দুই অঙ্কে।

 

প্রচণ্ড গরম আর আর্দ্রতায় খেলা হলেও আফগান ক্রিকেটাররা দেখিয়েছেন অসাধারণ ফিটনেস ও মানসিক দৃঢ়তা। অপরদিকে, হংকংয়ের ব্যাটারদের শুরুতেই ব্যর্থতা এবং ফিল্ডিংয়ে পাঁচটি ক্যাচ হাতছাড়া তাদের ম্যাচ থেকে ছিটকে ফেলে। ইনিংসের প্রথম পাঁচ ওভারে মাত্র ২২ রান তুলতেই হারায় চার উইকেট, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।

 

দাপুটে জয়ে গ্রুপ ‘বি’-তে শুভ সূচনা করল আফগানিস্তান। ওমরজাইয়ের ব্যাটিং আতশবাজি আর আতালের দৃঢ় ইনিংস এশিয়া কাপের প্রথম ম্যাচকে করেছে স্মরণীয়।

 

সংক্ষিপ্ত স্কোর:

 

আফগানিস্তান: ২০ ওভারে ১৮৮/৬ (সেদিকউল্লাহ ৭৩*, গুরবাজ ৮, ইব্রাহিম ১, নবি ৩৩, নাইব ৫, ওমরজাই ৫৩, জানাত ২, রশিদ ৩*; আয়ুশ ২/৫৪, আতিক ১/৩২, এহসান ১/২৮, আইজাজ ০/২৬, ইয়াসিম ০/২৩, কিঞ্চিত ২/২৪)

 

হংকং: ২০ ওভারে ৯৪/৯ (জিশান ৫, আনশি ০, বাবর ৩৯, নিজাকাত ০, কালহান ৪, কিঞ্চিত ৬, ইয়াসিম ১৬, আইজাজ ৬, এহসান ৬, আয়ুশ ১*, আতিক ১*; ফারুকি ২/১৬, ওমরজাই ১/৪, গজনফর ০/৪, রশিদ ১/২৪, নুর ১/১৬, নাইব ২/৮, জানাত ০/২১)।