শিরোনাম
.jpg)
প্রোটিয়াদের ৪ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান জোফরা আর্চার। ছবি: সংগৃহীত।
ওয়ানডে ক্রিকেটের অর্ধশতকেরও বেশি ইতিহাসে এত বড় ব্যবধানে হারের রেকর্ড নেই। সেই কীর্তিই গড়ল ইংল্যান্ড। লিডসে ব্যাট হাতে ৪১৪ রানের পাহাড় গড়ে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিল তারা। জবাবে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল মাত্র ৭২ রানে। এতে ইংল্যান্ড জয়ী হলো ৩৪২ রানের বিশাল ব্যবধানে, যা এখন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয়। এর আগে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়েছিল ভারত।
৪১৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমেই ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। ইনিংসের শুরুতেই ভয়ঙ্কর হয়ে ওঠেন জোফরা আর্চার। রানের খাতা খোলার আগেই তার শিকার হয়ে ফেরেন এইডেন মার্করাম। এরপর ভিয়ান মুল্ডারকেও ফেরান ব্রাইডন কার্স, মুল্ডারও আউট হন শূন্য রানে। মাত্র দুই রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রোটিয়ারা।
সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি তারা। নিজের দ্বিতীয় স্পেলেও বিধ্বংসী ছিলেন আর্চার। রায়ান রিকেলটনকে ফিরিয়ে দেওয়ার পর সাজঘরে পাঠান ম্যাথু ব্রিটজকেকে, যিনি মাত্র ১০ বলে ৪ রান করে আউট হন। দারুণ শুরুর পর ক্যারিয়ারের প্রথমবারের মতো ব্রিটজ হতাশ করলেন। এরপর সামান্য প্রতিরোধ গড়েন ট্রিস্টান স্টাবস। ২২ বলে ১০ রান করেন তিনি, কিন্তু তাকেও ফেরান আর্চার।
ডেভাল্ড ব্রেভিসকেও বেশি দূর যেতে দেননি কার্স। তখন স্কোরবোর্ডে দক্ষিণ আফ্রিকার রান মাত্র ২৪, উইকেট পড়ে গেছে ৬টি। সেখান থেকে কেশব মহারাজ আর করবিন বশ চেষ্টা করেছিলেন দলকে টেনে তুলতে। ২৫ রানের জুটি গড়লেও আদিল রশিদের ঘূর্ণিতে সেই আশাও ভেস্তে যায়। মহারাজ, ইউসুফ ও বশ, এক এক করে সবাইকে ফেরান তিনি। শেষ পর্যন্ত ইনজুরির কারণে ব্যাট হাতে নামতেই পারেননি অধিনায়ক টেম্বা বাভুমা। মাত্র ৭২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা, হারে রেকর্ড ৩৪২ রানের ব্যবধানে।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ড খেলেছে একেবারে নির্ভার ক্রিকেট। ওপেনার জেমি স্মিথ ৪৮ বলে ৬২ রান করে আউট হলেও দলকে দারুণ শুরু এনে দেন। এরপর আসে ম্যাচের মোড় ঘোরানো জুটি। জ্যাকব বেথেল আর জো রুট মিলে গড়েন ১৮২ রানের বিধ্বংসী পার্টনারশিপ। বেথেল খেলেন মাত্র ৮২ বলে ১১০ রানের টর্নেডো ইনিংস, যেখানে ছিল ১৩ চার আর ৩ ছক্কা। রুটও খেলেন গুরুত্বপূর্ণ ইনিংস, একপ্রান্ত ধরে রাখেন দৃঢ়তায়।
অধিনায়ক হ্যারি ব্রুক রান আউট হয়ে যান মাত্র ৩ রানে। তবে সাবেক অধিনায়ক জস বাটলার খেলেন ক্যামিও ইনিংস। মাত্র ৩২ বলে ৬২ রান তুলে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা। শেষ দিকে উইল জ্যাকসও ৮ বলে ১৯ রান করে ঝড় তোলেন। নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের ইনিংস থামে ৪১৪ রানে যা ওয়ানডে ক্রিকেটে তাদের পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ।
আরও পড়ুন: