বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন প্রোটিয়া স্পিনার সুব্রায়েন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ২০:০৯

শেয়ার

বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন প্রোটিয়া স্পিনার সুব্রায়েন
প্রোটিয়া স্পিনার প্রেনেলান সুব্রায়েন। ছবি: সংগৃহীত।

ওয়ানডে অভিষেকের পরই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে দক্ষিণ আফ্রিকার স্পিনার প্রেনেলান সুব্রায়েনকে ঘিরে। তবে পরীক্ষার ফল তার জন্য স্বস্তির খবরই নিয়ে এলো। আইসিসি নিশ্চিত করেছে, অ্যাকশন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এই স্পিনার।

 

অস্ট্রেলিয়ার কেয়ার্নসে ওয়ানডে সিরিজে অভিষেক হয় সুব্রায়েনের। সে ম্যাচে ১০ ওভার বল করে ৪৬ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। তবে মাঠের আম্পায়ার ক্রিস গ্যাফানি ও স্যাম নোগাইস্কি রিপোর্টে তার অ্যাকশন বৈধ কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

 

আইসিসির নিয়ম অনুযায়ী, বল করার সময় কনুই যদি ১৫ ডিগ্রির বেশি বাঁকে তবে সেটি অবৈধ হিসেবে গণ্য হয়। সেই নিয়ম মেনে গত ২৬ আগস্ট ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে পরীক্ষা দেন সুব্রায়েন। সেখানে দেখা গেছে, তার প্রতিটি ডেলিভারিতেই কনুইয়ের বাঁক ১৫ ডিগ্রির নিচে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বল করার অনুমতি মিলেছে তার জন্য।

 

চলতি বছরই দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ও ওয়ানডে অভিষেক হয়েছে সুব্রায়েনের। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে নামেন তিনি। এরপর তাকে মাঠে দেখা না গেলেও, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ফলে সামনে আবারও প্রোটিয়াদের জার্সিতে দেখা যেতে পারে এই স্পিনারকে।