পাকিস্তানে প্রথমবারের মত আয়োজিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:১৫

আপডেট: ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৯:১৮

শেয়ার

পাকিস্তানে প্রথমবারের মত আয়োজিত হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ
পাকিস্তান জাতীয় দল। ছবি: সংগৃহীত।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমবারের মতো আন্তর্জাতিক ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এই আসর, যেখানে অংশ নেবে স্বাগতিক পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তিন দলের জন্যই এটি হবে বড় প্রস্তুতির সুযোগ।

 

সিরিজের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। আফগানিস্তানের জন্য ম্যাচটি হবে বিশেষ স্মরণীয়, কারণ পাকিস্তানের মাটিতে এটাই তাদের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। এর আগে তারা পাকিস্তানে পাঁচটি ওয়ানডে খেলেছে, সর্বশেষটি ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অংশ হিসেবে। এরপর রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। লাহোরেই ২৯ নভেম্বর সিরিজের ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।

 

এই সিরিজ শুরুর আগেই পাকিস্তান খেলবে আরেকটি গুরুত্বপূর্ণ হোম সিরিজ। অক্টোবর-নভেম্বরে পাকিস্তান সফরে আসবে দক্ষিণ আফ্রিকা, যেখানে দুইটি টেস্ট (আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ), তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

 

পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমায়ের আহমেদ সৈয়দ বলেছেন, “শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে স্বাগত জানাতে আমরা ভীষণ উৎসাহী। প্রথমবারের মতো আয়োজিত এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুধু বিশ্বকাপের প্রস্তুতির সুযোগই নয়, বরং সমর্থকদের জন্যও উপহার দেবে রোমাঞ্চকর ক্রিকেট।” তিনি আরও যোগ করেন, “আমরা এ বছর সফলভাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও নারী বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করেছি। এটি প্রমাণ করে, ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মানের ইভেন্ট আয়োজনের সক্ষমতা আমাদের রয়েছে।”