শ্রীলঙ্কাকে ৮০ রানে গুটিয়ে জিম্বাবুয়ের দাপুটে জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৫৮

শেয়ার

শ্রীলঙ্কাকে ৮০ রানে গুটিয়ে জিম্বাবুয়ের দাপুটে জয়
জিম্বাবুইয়ান ক্রিকেটারদের উদযাপন। ছবি: সংগৃহীত।

জিম্বাবুয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেন ঝড় তুলল শ্রীলঙ্কার বিপক্ষে। রাজা ও ইভান্সের দারুণ বোলিংয়ে মাত্র ৮০ রানে গুটিয়ে গেল লঙ্কানরা। লক্ষ্যটা এতটাই সহজ ছিল যে ৩৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

 

টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারের প্রথম বলেই কুশল মেন্ডিসকে ফেরান ব্লেসিং মুজারাবানি। এরপর একে একে নিসাঙ্কা, নুয়ানিন্দু, কামিল মিশারা, কামিন্দু সবাই দ্রুত বিদায় নিলে ৩৮ রানে অর্ধেক ব্যাটার সাজঘরে। রাজা, ইভান্স আর মুজারাবানির বোলিং তোপে কোনোভাবেই সামলে উঠতে পারেনি সফরকারীরা। শানাকা ও আসালাঙ্কার ছোট্ট জুটি কিছুটা আশা জাগালেও দুজনকেই ফেরান জিম্বাবুয়ের বোলাররা। শেষ পর্যন্ত ৮০ রানের বেশি তুলতেই ব্যর্থ হয় লঙ্কানরা। রাজা ও ইভান্স নেন তিনটি করে উইকেট, মুজারাবানির ঝুলিতে যায় দুটি।

 

জবাবে ব্যাট হাতে প্রথম দিকে কিছুটা দোদুল্যমান ছিল জিম্বাবুয়ে। ওপেনার মারুমানি দ্রুতই ফিরলে চামিরা একাই তুলে নেন স্বাগতিকদের শীর্ষ তিন উইকেট। তবে বেনেট, বার্ল আর মুসেকিয়ার ব্যাটে সহজেই জয় নিশ্চিত করে নেয় তারা। ১৪.২ ওভারেই শেষ হয়ে যায় ম্যাচ।

 

শেষ মুহূর্তে চার মেরে জয় নিশ্চিত করেন মুসেকিয়া। অপরাজিত থাকেন ১২ বলে ২১ রান করে। তার সঙ্গে বার্ল খেলেন ২২ বলে ২০ রানের ইনিংস। পাঁচ উইকেট আর ৩৪ বল হাতে রেখে জিম্বাবুয়ের এই দাপুটে জয়ে সিরিজে জমে উঠল লড়াই।