প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে শুরু হচ্ছে পাকিস্তানের ডব্লিউটিসি মিশন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫ ২০:০৮

শেয়ার

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে শুরু হচ্ছে পাকিস্তানের ডব্লিউটিসি মিশন
পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।

পাকিস্তান ক্রিকেটে নতুন উত্তেজনা ছড়িয়ে দিতে আবারও ফিরছে দক্ষিণ আফ্রিকা। ২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) অভিযানের সূচনা হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন প্রোটিয়ারা।

 

এর আগে ২০২১ সালে পাকিস্তান সফর করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে বাবর আজমের নেতৃত্বে ২-০ ব্যবধানে হেরে গিয়েছিল সফরকারীরা। চার বছর পর আবারও লড়াই হবে দুই দলের, এবার নতুন বিশ্ব টেস্ট চক্রের সূচনা ঘিরে বাড়তি রোমাঞ্চে ভাসবে পাকিস্তানি ক্রিকেটপ্রেমীরা।

 

টেস্ট সিরিজ শেষে মুখোমুখি হবে সাদা বলের ক্রিকেটেও। তিনটি করে টি–টোয়েন্টি ও ওয়ানডে খেলবে দুই দল। ওয়ানডে সিরিজ আয়োজন করা হবে ফয়সালাবাদের ঐতিহাসিক ইকবাল স্টেডিয়ামে। দীর্ঘ ১৭ বছর পর এই ভেন্যুতে বসছে কোনো ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ।

 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান পরিচালন কর্মকর্তা সুমাইর আহমেদ সৈয়দ বলছিলেন, “ডব্লিউটিসি ২০২৫–২৭ চক্রের প্রথম সিরিজে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য জানাতে আমরা মুখিয়ে আছি। ১৭ বছর পর ফয়সালাবাদে ওয়ানডে ক্রিকেটের ফেরাটা আমাদের জন্য বিশেষ আবেগের। ইকবাল স্টেডিয়াম পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে গর্বের অংশ, আবারও এই শহরে আন্তর্জাতিক ম্যাচ ফিরিয়ে আনতে আমরা রোমাঞ্চিত।”

 

টেস্টের মঞ্চে পুরোনো প্রতিদ্বন্দ্বিতার পুনরাবৃত্তি আর ফয়সালাবাদের ক্রিকেট ফেরা দুটো মিলিয়েই পাকিস্তানের এই সিরিজ হয়ে উঠতে পারে নতুন এক ক্রিকেট উৎসব।

 

প্রথম টেস্ট – ১২-১৬ অক্টোবর, লাহোর

দ্বিতীয় টেস্ট – ২০-২৪ অক্টোবর, রাওয়ালপিন্ডি

প্রথম টি–টোয়েন্টি – ২৮ অক্টোবর, রাওয়ালপিন্ডি

দ্বিতীয় টি–টোয়েন্টি – ৩১ অক্টোবর, লাহোর

তৃতীয় টি–টোয়েন্টি – ১ নভেম্বর, লাহোর

প্রথম ওয়ানডে – ৪ নভেম্বর, ফয়সালাবাদ

দ্বিতীয় ওয়ানডে – ৬ নভেম্বর, ফয়সালাবাদ

তৃতীয় ওয়ানডে – ৮ নভেম্বর, ফয়সালাবাদ।