শিরোনাম

গতকাল শারজায় আমিরাতের বিপক্ষে জিতেছে আফগানিস্তান। ছবি: সংগৃহীত।
শারজায় ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ গড়ায় শেষ ওভারের রোমাঞ্চে। জয়ের জন্য শেষ ছয় বলে আমিরাতের দরকার ছিল ১৭ রান। আফগান পেসার ফরিদ আহমেদ সেই চাপ সামলে ১২ রান দিয়ে নেন একটি উইকেট, নিশ্চিত করেন দলের ৪ রানের জয়। আগে ব্যাট করে আফগানিস্তান তোলে ৪ উইকেটে ১৭০ রান, জবাবে ৫ উইকেটে ১৬৬ রানে থামে আমিরাতের ইনিংস।
এই জয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্বিতীয় দল হিসেবে এক ভেন্যুতে অন্তত ২০ ম্যাচ জয়ের কীর্তি গড়ল তারা। প্রথম দল বাংলাদেশ। শুধু তাই নয়, বিদেশের মাঠে এমন সাফল্য পাওয়া একমাত্র টেস্ট খেলুড়ে দেশও হলো আফগানিস্তান।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত আফগানিস্তান খেলেছে ২৯ ম্যাচ, জয় ২০টিতে, হার ৯টিতে। অন্যদিকে বাংলাদেশের রেকর্ড গড়া ভেন্যুটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সেখানে ৪৮টি টি–টোয়েন্টি খেলে বাংলাদেশ জিতেছে ২৪টিতে এবং হেরেছে সমান ২৪টিতে। পাকিস্তানের রেকর্ড কিছুটা পিছিয়ে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে তাদের জয় ১৭, হার ১৪, একটি ম্যাচ টাই। আবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জয় ১৬ ও হার ১০। দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ১৪ জয় নিয়ে আছে পাঁচে।
তবে শুধু টেস্ট খেলুড়ে দেশ নয়, সমগ্র আন্তর্জাতিক টি–টোয়েন্টি হিসাব করলে সবার ওপরে রয়েছে উগান্ডা। রুয়ান্ডার গাহাঙ্গা আন্তর্জাতিক স্টেডিয়ামে তারা ৩৯ ম্যাচের মধ্যে জিতেছে ৩৫টিতে, হার মাত্র ২, আর বাকি ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় স্থানে বাংলাদেশ, এরপরই তানজানিয়া,একই ভেন্যুতে ৩৮ ম্যাচে ২২ জয়, ১৩ হার ও ৩ পরিত্যক্ত ম্যাচ তাদের রেকর্ড। ইন্দোনেশিয়া রয়েছে চারে, বালির উদয়ন ক্রিকেট মাঠে তারা ২১ ম্যাচ জিতেছে, হেরেছে সমান সংখ্যক ম্যাচ, সঙ্গে আছে একটি টাই ও একটি পরিত্যক্ত ম্যাচ। আর আফগানিস্তান জায়গা করে নিয়েছে পাঁচে।
আরও পড়ুন: