ইংল্যান্ডকে লজ্জার হার উপহার দিল প্রোটিয়ারা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৪৬

আপডেট: ২ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৪৭

শেয়ার

ইংল্যান্ডকে লজ্জার হার উপহার দিল প্রোটিয়ারা
সতীর্থদের সঙ্গে মহারাজের উদযাপন। ছবি: সংগৃহীত।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। কেশব মহারাজের ঘূর্ণি তোপে স্বাগতিকরা গুটিয়ে যায় মাত্র ১৩১ রানে। এরপর এইডেন মার্করামের আগ্রাসী ব্যাটিং প্রোটিয়াদের সহজ জয় নিশ্চিত করে।

 

টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত অল্প সময়েই সঠিক প্রমাণ করেন প্রোটিয়া বোলাররা। মাত্র ১৩ রানে ভাঙে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। এরপরও জেমি স্মিথ ও জো রুট সামলে নেওয়ার চেষ্টা করলেও এনগিডির বলে রুট ফেরেন মাত্র ১৪ রানে। স্মিথ অবশ্য ফিফটি তুলে খানিকটা আশা জাগালেও ইনিংস বড় করতে পারেননি। ৫৪ রানে মুল্ডারের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি।

 

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৪.৩ ওভারেই ১৩১ রানে গুটিয়ে যায় দলটি। মহারাজ একাই নিয়েছেন ৪ উইকেট, মুল্ডারের শিকার ৩টি।

 

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ঝড় তোলেন মার্করাম। মাত্র ২৩ বলেই পূর্ণ করেন অর্ধশতক। একপ্রান্তে ধীর হলেও সঙ্গী রিকেলটন নিশ্চিত করেন প্রোটিয়াদের স্থিতি। উদ্বোধনী জুটিতেই শতরান পার করে সফরকারীরা। ৫৫ বলে ৮৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে মারক্রাম ফেরার পর কিছুটা গতি কমলেও জয় ছিল সময়ের ব্যাপার।

 

আদিল রশিদ একা হাতে লড়াইয়ের চেষ্টা করেছিলেন। মারক্রাম ও বাভুমাকে আউট করার পর টানা দুই বলে স্টাবসকে বোল্ড করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। কিন্তু জয় আটকানো সম্ভব হয়নি। রিকেলটন অপরাজিত ৩১ রান করে মাঠ ছাড়েন, আর ডেওয়াল্ড ব্রেভিস ছক্কায় শেষ করেন ম্যাচ দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত হয় ৭ উইকেট হাতে রেখে।

 

ম্যাচসেরার পুরস্কার জেতেন ২২ রানে ৪ উইকেট নেওয়া মহারাজ। সিরিজে ১-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা। আগামী ৪ সেপ্টেম্বর লর্ডসে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।