শিরোনাম

পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম এবং ভারতীয় পেসার বুমরাহ। ছবি: সংগৃহীত।
বর্তমান সময়ের দ্রুতগতির ক্রিকেটে পেসারদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম নিঃসন্দেহে জাসপ্রীত বুমরাহ। তার কাটিং-এজ অ্যাকশন, নিখুঁত ইয়র্কার আর ধারাবাহিকতা তাকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। স্বাভাবিকভাবেই, তাকে প্রায়ই তুলনা করা হয় সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের সঙ্গে।
কিন্তু আকরাম নিজে এই তুলনা নিয়ে ভাবিত নন। বরং ভারতের এই পেস সেনসেশনকে তিনি এই প্রজন্মের ক্রিকেটের “মহাতারকা” আখ্যা দিয়েছেন। “বুমরাহ অসাধারণ এক বোলার। তার গতি আছে, ভিন্নধর্মী অ্যাকশন আছে। ভারতীয় বোর্ডও দারুণভাবে তাকে ম্যানেজ করছে। নব্বইয়ের দশক আর এখনকার যুগ তুলনা করা অসম্ভব”, বলেন ওয়াসিম আকরাম।
তিনি আরও যোগ করেন, “আমি বাঁহাতি ছিলাম, সে ডানহাতি। সোশ্যাল মিডিয়া এসব নিয়ে তর্ক করবে, কিন্তু আমি পাত্তা দিই না, সেও দেয় না। আমি আমার সময়ে কাজ করেছি, আর বুমরাহ এখনকার ক্রিকেটে এক ভয়ঙ্কর ভালো বোলার।”
তবে ভারতের সাবেক পেসার বরুণ অরুণ মনে করেন, তুলনাটা একেবারেই অপ্রাসঙ্গিক নয়। বরং কিছু পরিসংখ্যানে বুমরাহ ছাড়িয়ে গেছেন আকরামকেও। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে তার উইকেট সংখ্যা আকরামের চেয়ে বেশি।
“তাকে শুধু ‘জিনিয়াস’ বলাও যথেষ্ট নয়। বিদেশি কন্ডিশনে উইকেট সংখ্যায় সে আকরামকে পেছনে ফেলেছে। ওয়াসিম ছিলেন বিশ্বের সেরাদের একজন, আর বুমরাহও প্রায় সেই মানের বোলার হয়ে উঠেছে”, বলেন অরুণ।
আরও পড়ুন: