শিরোনাম

অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। ছবি: সংগৃহীত।
অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স পিঠের চোটে ভুগছেন। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার কারণে তিনি নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে খেলবেন না। তবে ২১ নভেম্বর পার্থে শুরু হতে যাওয়া প্রথম অ্যাশেজ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই পিঠের ব্যথা অনুভব করছেন কামিন্স। সেই কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও খেলতে পারেননি তিনি। এবার নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে সিরিজ থেকেও ছিটকে গেলেন। তবুও অ্যাশেজে তাঁর খেলা নির্ভর করছে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার ওপর। ফিট থাকলেই ছাড়পত্র দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ান নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি অবশ্য আশাবাদী। তিনি মনে করেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, সময় মতোই কামিন্সকে পাওয়া যাবে। তাঁর ভাষায়, “আমাদের বিশ্বাস, প্যাট প্রথম টেস্টেই মাঠে নামবে।”
ক্যারিয়ারের শুরুর দিকে নিয়মিত পিঠের চোটে ভুগলেও সাম্প্রতিক সময়ে বেশ স্থিতিশীল ছিলেন কামিন্স। অধিনায়ক হওয়ার পর খুব কম ম্যাচই মিস করেছেন তিনি। সর্বশেষ অ্যাশেজ সিরিজে কেবল অ্যাডিলেড টেস্টে খেলতে পারেননি, সেটিও কোভিড আক্রান্তের ঘনিষ্ঠ সংস্পর্শে আসার কারণে।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৩০৯ টেস্ট উইকেট নিয়েছেন কামিন্স। ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ অ্যাশেজ সিরিজে তিনি শিকার করেছিলেন ১৮ উইকেট। তার আগে ঘরের মাঠে সিরিজে নিয়েছিলেন ২১ উইকেট, যা অস্ট্রেলিয়ার ৪–০ জয়ে বড় ভূমিকা রেখেছিল। তাই আসন্ন অ্যাশেজে তাঁর উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: