শিরোনাম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন রশিদ খান। ছবি: সংগৃহীত।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক ছুঁলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। এতদিন সর্বোচ্চ উইকেট শিকারির রেকর্ড ছিল নিউজিল্যান্ডের টিম সাউদির দখলে। তবে ১ সেপ্টেম্বর, সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমে সেই রেকর্ড ভেঙে শীর্ষে উঠলেন রশিদ।
ত্রিদেশীয় সিরিজের ওই ম্যাচে চার ওভার বোলিং করে মাত্র ২১ রান খরচায় নেন তিনটি উইকেট। এর ফলে তার মোট উইকেট সংখ্যা দাঁড়ায় ১৬৫। এতে সাউদির ১৬৪ উইকেটকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন আফগান তারকা।
মাত্র এক দশকের ক্যারিয়ারে রশিদ যে জায়গায় নিজেকে দাঁড় করিয়েছেন, তা সত্যিই অভূতপূর্ব। ২০১৫ সালে অভিষেকের পর থেকেই তিনি হয়ে উঠেছেন সীমিত ওভারের ক্রিকেটে এক অপ্রতিরোধ্য অস্ত্র। শুধু জাতীয় দল নয়, আইপিএল, বিপিএল কিংবা বিগ ব্যাশ, বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগে রশিদের আধিপত্য এখন সুস্পষ্ট।
টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট শিকারের তালিকায় এখন এক নম্বরে রশিদ খান। তার পরেই আছেন বিদায়ী ক্রিকেটার টিম সাউদি। তৃতীয় স্থানে অবস্থান করছেন আরেক কিউই স্পিনার ইশ সোধি (১৫০ উইকেট)। বাংলাদেশের সাকিব আল হাসান (১৪৯) আছেন চতুর্থ স্থানে, আর পঞ্চম স্থানে তারই সতীর্থ মুস্তাফিজুর রহমান (১৪২ উইকেট)।
আধুনিক টি-টোয়েন্টি যুগে ম্যাচ উইনারদের তালিকা করলে রশিদের নাম নিঃসন্দেহে সবার আগে থাকবে। আর সর্বোচ্চ উইকেট শিকারির এই রেকর্ড তার ক্যারিয়ারে যোগ করল আরও একটি উজ্জ্বল অধ্যায়।
আরও পড়ুন: