টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেন স্টার্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২৩

শেয়ার

টেস্ট ক্রিকেট চালিয়ে যেতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছাড়লেন স্টার্ক
অজি ফাস্ট বলার মিচেল স্টার্ক। ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ব্যস্ত টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দেওয়ার জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

 

৩৫ বছর বয়সী স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি টি-টোয়েন্টি খেলেছেন। ক্যারিয়ারে ৭৯টি উইকেট নিয়ে তিনি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টি উইকেটশিকারি। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ রানে ৪ উইকেট তাঁর সেরা বোলিং ফিগার। আর ২০২১ সালে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময়ও ছিলেন দলের অন্যতম ভরসা। সর্বশেষ খেলেছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

 

অবসর নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে স্টার্ক বলেন, “টেস্ট ক্রিকেট সবসময় আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমার জন্য বিশেষ। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ জয়ের স্মৃতি ও সেই সময়ের অসাধারণ সতীর্থরা আমাকে সবসময় অনুপ্রাণিত করবে।”

 

আগামী দিনগুলোতে অস্ট্রেলিয়া টেস্টে এক ব্যস্ততম সূচির মুখোমুখি হবে। ২০২৬ সালের মাঝামাঝি থেকে শুরু হবে দীর্ঘ যাত্রা বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ। ২০২৭ সালের জানুয়ারিতে ভারতের মাটিতে পাঁচ টেস্ট, মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ম্যাচও রয়েছে। একই বছরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে অ্যাশেজ, আর শেষে আসবে ওয়ানডে বিশ্বকাপ।