শিরোনাম

রোহিত শর্মা। ছবি: সংগৃহীত।
ভারতের ক্রিকেট নক্ষত্র রোহিত শর্মা সম্প্রতি নতুন পরিচিত ব্রঙ্কো টেস্টে অংশ নিয়ে সবাইকে অবাক করেছেন। ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের ফিটনেস নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল, কিন্তু এই টেস্টে তিনি কেবল পাশই হননি, বরং পারফরম্যান্সের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে বয়স মাত্র সংখ্যা।
ব্রঙ্কো টেস্টটি এই মাসের শুরুতে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) চালু করেছে। ৩০ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত এই পরীক্ষা নিয়েছে সেন্টার অফ এক্সেলেন্স, বেঙ্গালুরু, যেখানে রোহিতের ফিটনেস ও দৃঢ়তা সবাইকে মুগ্ধ করেছে। পাশাপাশি প্রসিধ কৃষ্ণাও এই টেস্টে ভালো ফলাফল দেখিয়ে নজর কেড়েছেন।
ব্রঙ্কো ফিটনেস পরীক্ষার শুরুতে ২০, ৪০ ও ৬০ মিটার দূরত্বে মার্কার রাখা হয়। খেলোয়াড়দের শুরু থেকে প্রথম মার্কার পর্যন্ত দৌড়াতে হয় এবং আবার শুরুর পয়েন্টে ফিরে আসতে হয়। এরপর পরের দুই দূরত্বও একইভাবে সম্পন্ন করতে হয়। এই পুরো প্রক্রিয়া ধরা হয় একটি সেট। পাঁচটি সেট টানা সম্পন্ন করতে হয়, যাতে সব মিলিয়ে ১২০০ মিটার দৌড়াতে হয় একটুও থামা ছাড়াই। পাঁচ সেট শেষ করার জন্য দেওয়া হয় মাত্র ৬ মিনিট, এবং পরীক্ষা চলাকালীন কোনো বিশ্রামের সুযোগ নেই। পরীক্ষা শেষে ক্লান্তি ও সময়ের হিসাব দুটোই গুরুত্বের সঙ্গে দেখা হয়।
রোহিত শর্মার এই পারফরম্যান্স বিশেষভাবে ইতিবাচক, কারণ আগামী মাসে তাঁর অস্ট্রেলিয়া সফর রয়েছে। সেখানে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবেন তিনি। এছাড়া সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে কানপুরে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।
রোহিত ইতোমধ্যেই টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তিনি টি-টোয়েন্টি থেকে বিদায় নেন। চলতি বছরের জানুয়ারিতে শেষ হওয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের পর টেস্ট ক্রিকেটেও তিনি সরে দাঁড়ান। যদিও টি-টোয়েন্টিতে পারফরম্যান্স স্মরণীয় ছিল, টেস্টে তার ফলাফল হতাশাজনক।
বর্তমানে রোহিত শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলছেন এবং আইপিএলের শেষ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অংশগ্রহণ করেছেন। নতুন ব্রঙ্কো টেস্টে এই সফল ফলাফল তাকে নতুন উদ্দীপনা দিয়েছে, যা তার ভবিষ্যৎ ওয়ানডে ক্যারিয়ারের জন্য ইতিবাচক বার্তা হিসেবে ধরা হচ্ছে।
আরও পড়ুন: