শোয়েব আখতারের বলে বাউন্ডারির ফুলঝুরি ছোটালেন বাবর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ১৯:০৩

আপডেট: ৩১ আগস্ট, ২০২৫ ১৯:০৪

শেয়ার

শোয়েব আখতারের বলে বাউন্ডারির ফুলঝুরি ছোটালেন বাবর
শোয়েব আখতারের বলে বাউন্ডারি হাঁকাচ্ছেন বাবর আজম। ছবি: সংগৃহীত।

পাকিস্তানে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন দেশটির ক্রিকেটাররা। তহবিল সংগ্রহের উদ্দেশ্যে গতকাল (২৯ আগস্ট) পেশাওয়ারে অনুষ্ঠিত হয়েছে এক প্রদর্শনী ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছিল পিএসএলের দল পেশাওয়ার জালমি ও সাবেক তারকাদের নিয়ে গড়া লেজেন্ডস একাদশ।

 

এই ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন দুই ভিন্ন প্রজন্মের দুই তারকা, শোয়েব আখতার ও বাবর আজম। সাবেক গতি তারকা শোয়েব বল হাতে নামলে দর্শকদের মধ্যে বাড়ে উত্তেজনা, আর ক্রিজে ছিলেন বর্তমান সময়ের ব্যাটিং তারকা বাবর। ইনিংসের ১৮তম ওভারে ঘটে যায় ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। শোয়েবের ওভারে বাবর হাঁকান টানা চারটি বাউন্ডারি, একটি ছক্কা ও তিনটি চার।

 

ওভারের প্রথম বলে রান না পেলেও দ্বিতীয় বলেই লং-অনে বিশাল ছক্কা মারেন বাবর। এরপর তৃতীয় ও চতুর্থ বলে পরপর দুটি চার। পঞ্চম বল ডট গেলেও ষষ্ঠ বলে আবারো বাউন্ডারি। শোয়েবের এক ওভারে মোট চারটি বাউন্ডারি তুলে নিয়ে বাবর প্রমাণ করেন তার আধিপত্য। তবে শোয়েবকে এদিন দেখা গেছে ছোট রান-আপে বোলিং করতে, ফলে তার পুরোনো গতির ঝড় দেখা যায়নি।

 

১৫ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে পেশাওয়ার জালমি তোলে ১৪৪ রান। বাবর আজম খেলেন ঝোড়ো ইনিংস, ২৩ বলে ৪১। জবাবে লেজেন্ডস একাদশও লড়াই চালিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচে ৬ রানে হার মানে তারা।