শিরোনাম

৪৪ বছর বয়সী ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ছবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে তাকে নতুন দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), তবে ধোনি এই প্রস্তাব গ্রহণ করবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে।
‘ক্রিকব্লগার’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ধোনিকে ভারতীয় দলের মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ধোনির অভিজ্ঞতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং পরিকল্পনা করার দক্ষতা দলের জন্য অত্যন্ত মূল্যবান হবে। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে তার মেধা ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে।
এর আগে ধোনি ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব সামলেছেন। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন অধিনায়ক ছিলেন বিরাট কোহলি এবং রবি শাস্ত্রী দলের প্রধান কোচ। কিন্তু ভারত গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল, এরপর ধোনি দায়িত্ব ছাড়েন।
এবারও প্রস্তাব দিলেও ধোনি তা গ্রহণ করবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বড় কারণ হিসেবে গণনা করা হচ্ছে গম্ভীরকে। ছোট ফরম্যাটে সফল হয়েছেন গম্ভীর, চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন তিনি। তবে ধোনি ও গম্ভীরের একসঙ্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা সবসময় মসৃণ ছিল না। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতাতে ধোনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কিন্তু বহুবার গম্ভীরের মন্তব্যে ধোনির সমালোচনা শুনে আসে। এই দৃষ্টিভঙ্গির পার্থক্য দুইজনকে একই টিমে রাখা কঠিন করে তুলতে পারে।
২০২৬ সালে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজে ছোট ফরম্যাটের বিশ্বকাপ জেতেছে ভারত। এবার দেশের মাটিতে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবেন সূর্যকুমার যাদব ও তার সতীর্থরা। ধোনির মেন্টর হওয়ার সিদ্ধান্ত দলের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, তবে বোর্ডের আশা যে তার অভিজ্ঞতা ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে।
আরও পড়ুন: