স্পনসরশিপ হারিয়ে উল্টো বিরাট লাভ করছে বিসিসিআই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ আগস্ট, ২০২৫ ১৬:০৪

শেয়ার

স্পনসরশিপ হারিয়ে উল্টো বিরাট লাভ করছে বিসিসিআই
ভারতীয় ক্রিকেট বোর্ডের লোগো। ছবি: সংগৃহীত।

ভারতীয় ক্রিকেট দলের বর্তমান স্পন্সর ড্রিম ১১ তাদের চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে, যা কেন্দ্রীয় সরকারের নতুন একটি আইনের ফল। স্বাভাবিকভাবেই, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখন নতুন স্পন্সরের খোঁজে নেমেছে। ২০২৫ থেকে ২০২৮ সালের জন্য স্পন্সর পেতে তারা একাধিক আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে। মজার ব্যাপার হলো, ড্রিম ১১ সরে গেলেও বোর্ড ক্ষতির বদলে উল্টো লাভের মুখ দেখতে চলেছে। তারা আশা করছে, নতুন চুক্তি থেকে আগের চেয়ে কমপক্ষে ১০০ কোটি টাকা বেশি আয় হবে।

 

বিসিসিআই কর্তারা ভারতীয় দলের নতুন স্পন্সরের কাছ থেকে কমপক্ষে ৪৫০ কোটি টাকা আয়ের আশা করছেন। এর আগে, ড্রিম ১১-এর সঙ্গে তাদের তিন বছরের চুক্তি ছিল ৩৫৮ কোটি টাকার। একটি ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একাধিক প্রতিষ্ঠানের আগ্রহের কারণে এই লাভের অঙ্ক আরও বাড়ার সম্ভাবনা আছে।

 

নতুন চুক্তি অনুযায়ী, বিসিসিআই প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচের জন্য ৩.৫ কোটি টাকা এবং আইসিসি বা এশিয়া কাপের মতো বহুদলীয় টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের জন্য ১.৫ কোটি টাকা চাইছে। বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই অঙ্ক ড্রিম ১১-এর দেওয়া টাকার চেয়ে বেশি, তবে বাইজুসের থেকে কিছুটা কম। এই স্পন্সরশিপের অধীনে দলের সব ঘরোয়া এবং বিদেশের সিরিজ, পাশাপাশি বিশ্বকাপ, এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টও অন্তর্ভুক্ত থাকবে।

 

সম্প্রতি পাস হওয়া অনলাইন গেমিং প্রমোশন অ্যান্ড রেগুলেশন বিল ২০২৫-এর কারণেই ড্রিম ১১-এর সঙ্গে চুক্তি বাতিল হয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া নিশ্চিত করেছেন যে, ভবিষ্যতে তারা এই ধরনের কোনো অনলাইন গেমিং সংস্থার সঙ্গে আর কোনো চুক্তি করবে না।

 

যেহেতু ৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ এবং ৩০ সেপ্টেম্বর থেকে নারীদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে, তাই হাতে সময় খুবই কম। এই কারণে বিসিসিআই কর্তারা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই নতুন স্পন্সরের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে চান।