শিরোনাম

পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। ছবি: সংগৃহীত।
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক ইউএই। প্রথম দুই ম্যাচেই দাপট দেখিয়ে জয় পেয়েছে পাকিস্তান। তবে ক্রিকেটীয় দাপটের চেয়েও আলোচনায় এসেছে সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা। ইউএই-কে হারানোর পর তাঁর মন্তব্যে বাংলাদেশকেও টেনে আনায় তৈরি হয়েছে নতুন বিতর্ক।
পাকিস্তান ইউএইকে হারায় ৩১ রানে। প্রথমে ব্যাট করে ২০৭ রান তোলে সালমান আলীর দল। জবাবে লড়াই চালিয়ে গেলেও ১৭৬ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। পাকিস্তানের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন, আর ব্যাটাররা নিশ্চিত করেন প্রতিপক্ষের জন্য পাহাড়সম লক্ষ্য। ম্যাচ শেষে জয় নিয়ে স্বস্তি থাকলেও, বিশ্লেষণ করতে গিয়ে রমিজ রাজা টেনে আনলেন বাংলাদেশ প্রসঙ্গ।
নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, “পাকিস্তান খুব ভালো একটা ম্যাচ খেলেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আরব আমিরাত কোনো হুমকিস্বরূপ দল না। আন্তর্জাতিক ক্রিকেটে তাদের এতটা এক্সপোজার নেই। পাকিস্তান যখন ২০০ রান করল, তখনই জয়টা অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল।”
এরপরই তাঁর কণ্ঠে শোনা যায় খানিকটা তাচ্ছিল্য, “এই ইউএই বাংলাদেশকে হারিয়েছিল, ২০০ রানও করেছিল। তবে আজকের ম্যাচে আমাদের পাকিস্তান দলই সেরা ছিল।”
রমিজের এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কারণ এ বছরের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতের কাছে একটি সিরিজ হেরে বসে বাংলাদেশ। অথচ সেই বাংলাদেশই জুলাইয়ে পাকিস্তানকে সিরিজে হারিয়ে দিয়েছিল। ফলে পাকিস্তানের জয়ের পর বাংলাদেশের নাম টেনে এনে খোঁচা দেওয়া নিয়েই তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এখানে একটি জটিল যোগসূত্র তৈরি হয়েছে। বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে, আবার ইউএই বাংলাদেশকে হারিয়েছে। এখন পাকিস্তান ইউএইকে হারাল। এই ফলাফলগুলোর সঙ্গে তুলনা টেনে পাকিস্তানকে আলাদা উচ্চতায় তুলতে চেয়েছেন রমিজ। কিন্তু অনেক ক্রিকেটপ্রেমীই মনে করছেন, মাঠের খেলায় প্রত্যেক ম্যাচ আলাদা, আর ইতিহাস বা প্রতিপক্ষের বিপরীত ফলাফল দিয়ে শক্তিমাপ করা আসলে যথাযথ বিশ্লেষণ নয়।
আরও পড়ুন: