এশিয়া কাপের সময়সূচি পরিবর্তন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫ ২২:৩৬

শেয়ার

এশিয়া কাপের সময়সূচি পরিবর্তন
এশিয়া কাপের সময়ে এসেছে বড় পরিবর্তন। ছবি: সংগৃহীত।

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই শুরু হবে এবারের এশিয়া কাপ ক্রিকেট। তবে টুর্নামেন্ট শুরুর আগেই ম্যাচের সময়সূচিতে এসেছে বড় পরিবর্তন। ১৯ ম্যাচের মধ্যে ১৮টির খেলার সময় এগিয়ে আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচগুলো, যা বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে।

 

তবে এই পরিবর্তনের বাইরে আছে একটি ম্যাচ। ১৫ সেপ্টেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আমিরাত ও ওমানের লড়াই শুরু হবে বিকেল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা)।

 

৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর। টুর্নামেন্টের ১৯ ম্যাচের মধ্যে ১১টি অনুষ্ঠিত হবে দুবাইয়ে, আর বাকি ৮টি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচ হবে আবুধাবিতে, আর শিরোপা নির্ধারণী লড়াই অনুষ্ঠিত হবে দুবাইয়ে।

 

এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৮ দল, গত আসরের তুলনায় যা দুইটি বেশি। গ্রুপ ‘এ’-তে আছে ভারত (বর্তমান চ্যাম্পিয়ন), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।