অর্থসংকটে ভারত, ক্রিকেটারদের ভাগে ভাগে দুবাই পাঠানো হবে 

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৫ ১৩:৩০

আপডেট: ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:৩৫

শেয়ার

অর্থসংকটে ভারত, ক্রিকেটারদের ভাগে ভাগে দুবাই পাঠানো হবে 
খরচ বাঁচাতে বিসিসিআই-এর নতুন সিদ্ধান্ত। ছবি: সংগৃহীত।

ভারতের ক্রিকেটে এক অদ্ভুত চিত্র ফুটে উঠেছে এশিয়া কাপকে সামনে রেখে। প্রধান স্পন্সর ‘ড্রিম ১১’ নতুন আইনের জটিলতায় পিছু হটছে, আর তাতে আর্থিক চাপ সামাল দিতে বিসিসিআই নিয়েছে এক বিরল সিদ্ধান্ত। খেলোয়াড়দের আর একসঙ্গে বিমানে পাঠানো হচ্ছে না। প্রত্যেকে নিজ নিজ শহর থেকে সরাসরি রওনা দেবেন সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে।

 

ভারতীয় ক্রিকেটে এমন দৃশ্য প্রায় দেখা যায় না। সাধারণত বিদেশ সফরের আগে ক্রিকেটাররা একটি নির্দিষ্ট শহরে জড়ো হন, সেখান থেকেই একসঙ্গে উড়াল দেন। কখনো দিল্লি, কখনো মুম্বাই এই ছিল বহু বছরের নিয়ম। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ আলাদা।

 

বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, “৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্রিকেটাররা দুবাই পৌঁছাবেন। ৫ তারিখ থেকেই শুরু হবে অনুশীলন। যদি সবাইকে মুম্বাই থেকে পাঠাতাম, তাহলে আগে তাদের এখানে নিয়ে আসতে হতো। খেলার সরঞ্জাম বহনের খরচ, আলাদা টিকিট, সব মিলে ব্যয় দ্বিগুণ হয়ে যেত। তাই এবার নিজেদের শহর থেকেই সরাসরি যাবে ক্রিকেটাররা।”

 

তাহলে প্রশ্ন আসে, আগেও তো বোর্ড এই খরচ বহন করেছে। এখন কেন ভিন্ন সিদ্ধান্ত? ওই কর্মকর্তা ব্যাখ্যা দিয়েছেন, “কিছু ক্রিকেটার অবশ্যই মুম্বাই থেকে যাবে। কিন্তু সবাইকে এক জায়গায় এনে আবার দুবাই পাঠানোর কোনও মানে নেই। দুবাইয়ের দূরত্বও তুলনামূলক কম। তাই এবার ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত।”

 

এশিয়া কাপের আগে ভারতীয় দলের কিছু খেলোয়াড় এখনো ব্যস্ত দিলীপ ট্রফিতে। তারা কোয়ার্টার ফাইনাল খেলে যুক্ত হবেন মূল দলে। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপের মহাযজ্ঞ, যেখানে ভারত প্রথম ম্যাচ খেলবে ১০ তারিখে আমিরাতের বিপক্ষে। ১৪ সেপ্টেম্বর মঞ্চ গরম করবে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান লড়াই। এরপর ১৯ সেপ্টেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ ওমান।