শিরোনাম

ভারতীয় অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত।
২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের ১০ উইকেটের পরাজয় স্মরণীয় হয়ে আছে। সেই ম্যাচে মোহাম্মদ শামি ছিলেন সবচেয়ে বেশি আলোচনায়, কারণ তিনি প্রতি ওভারে ১১ রান খরচা করেছিলেন। সমর্থকদের তীব্র সমালোচনা ও কিছু ক্ষেত্রে অপ্রয়োজনীয় বিদ্বেষের মুখে পড়েছিলেন শামি। কেউ কেউ তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে ‘পাকিস্তানি’ বলেছিলেন।
৩৪ বছর বয়সী এই পেসার সম্প্রতি খোলামেলা আলোচনায় জানিয়েছেন, মূলত মুসলিম হওয়ায় তিনি সমালোচনার লক্ষ্যবস্তু হন। তিনি বলেন, "অনেকে আমাকে মুসলিম হওয়ার কারণে টার্গেট করে, বিশেষ করে পাকিস্তানের ম্যাচের পর। আমি এসব নিয়ে ভাবি না। আমি তো মেশিন নই। ভালো দিন যেমন আসবে, খারাপ দিনও আসবে। আমি যখন দেশের হয়ে খেলি, তখন উইকেট নেওয়া আর ম্যাচ জেতার দিকে আমার ফোকাস থাকে। সোশ্যাল মিডিয়ার দিকে নয়।"
আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। তবে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও সামরিক উত্তেজনার কারণে অনেক সাবেক ভারতীয় ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন। এই বিষয়ে শামি বলেছেন, "আমি বিতর্কের বাইরে থাকি। সরকার আর বোর্ড যা সিদ্ধান্ত নেবে, আমরা তাই মেনে চলি। পাকিস্তানের বিপক্ষে খেলার আলাদা অনুভূতি আছে। কারণ সমর্থকদের উন্মাদনা অন্য রকম। তবে খেলোয়াড়দের জন্য এটা পারফর্ম করার ব্যাপার।"
ট্রলিং বা স্লেজিং নিয়ে শামি আরও বলেন, "একেবারেই না। শুধু একবার টেস্ট ম্যাচে বিরক্ত হয়েছিলাম, যখন কেউ সময় নষ্ট করছিল। তখন বলেছিলাম, ‘তোমার খেলা খেলো’। এটাই ছিল আমার আগ্রাসন। ট্রলিং আমাকে প্রভাবিত করতে পারে না, কারণ আমি সেটি এড়িয়ে যাই।"
শামির ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০৮টি ওয়ানডে, ৬৪টি টেস্ট এবং ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ আছে। তবে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকছেন তিনি। এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা হয়নি। শামি বর্তমানে জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন, কিন্তু নির্বাচকরা এখন তরুণ খেলোয়াড়দের সুযোগ দিচ্ছে বলে, তার প্রত্যাবর্তন কিছুটা চ্যালেঞ্জিং বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: