শিরোনাম

শ্রীলংকার অভিজ্ঞ অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছবি; সংগৃহীত।
শ্রীলঙ্কার ক্রিকেটে ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম প্রথম সারিতেই আসে। ব্যাটে-বলে সমান কার্যকর এই অলরাউন্ডার না থাকলে দলের ভারসাম্যই যেন একেবারে নড়ে যায়। আর সেই দুশ্চিন্তায়ই পড়েছে লঙ্কান শিবির। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি হাসারাঙ্গাকে।
বাংলাদেশের বিপক্ষে জুলাইয়ের সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন তিনি। সেই চোট কাটিয়ে ওঠার চেষ্টা করলেও এখনও পুরোপুরি ফিট নন। তাই শুধু জিম্বাবুয়ের বিপক্ষে নয়, আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপেও তার খেলা অনিশ্চয়তার ঘন কুয়াশায় ঢাকা। লঙ্কান সমর্থকদের কাছে এটাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা।
এরই মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দল ঘোষণা করেছে। অভিজ্ঞ অলরাউন্ডার চারিথ আসালাঙ্কার কাঁধে দেওয়া হয়েছে নেতৃত্বের ভার। তার সঙ্গে আছেন ব্যাটিং অর্ডারের নির্ভরযোগ্য মুখগুলো, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস ও সাবেক অধিনায়ক দাশুন শানাকা।
স্পিন বিভাগে হাসারাঙ্গার শূন্যতা পূরণ করবেন মহিশ থিকশানা ও দুনিথ ভেল্লালাগে। দুজনেই প্রতিভাবান, তবে দলের ভরসার জায়গাটা পূরণ করতে পারবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
সিরিজ সূচিও চূড়ান্ত হয়েছে। ২৯ আগস্ট হারারেতে শুরু হবে ওয়ানডে লড়াই। এরপর ৩ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যার শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ সেপ্টেম্বর।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: চারিথ আসালাঙ্কা (অধিনাক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, বিশেন হালামবাগে, দাশুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দুশান হেমান্থ, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, মথিশা পথিরানা।
শ্রীলঙ্কার ওয়ানডে দল: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদীরা সামারাবিক্রমা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, পবন রাথনায়েকে, দুনিথ ভেল্লালাগে, মিলান রাথনায়েকে, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, আসিথা ফার্নান্দো, দুশমান্থা চামিরা, দিলশান মাদুশাঙ্কা।
আরও পড়ুন: