ব্রঙ্কো টেস্ট নিয়ে ক্রিকেটারদের ডি ভিলিয়ার্সের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১৫:১৮

শেয়ার

ব্রঙ্কো টেস্ট নিয়ে ক্রিকেটারদের ডি ভিলিয়ার্সের সতর্কবার্তা
প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। ছবি: সংগৃহীত।

ক্রিকেটারদের ফিটনেস আরও বাড়াতে নতুন চ্যালেঞ্জ হিসেবে ব্রঙ্কো টেস্ট চালু করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই কঠিন পরীক্ষার আগে সতর্ক করে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তার মতে, ব্রঙ্কো টেস্ট “ভয়ঙ্কর” এবং ভারতের ক্রিকেটারদের জন্য সামনে কঠিন সময় অপেক্ষা করছে।

 

ডি ভিলিয়ার্সের অভিজ্ঞতা বলছে, এই পরীক্ষা কেবল ফিজিক্যাল নয়, মানসিক শক্তিও পরীক্ষা করে। ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “১৬ বছর বয়স থেকে আমি ব্রঙ্কো টেস্ট দিয়ে আসছি। দক্ষিণ আফ্রিকায় এটিকে স্প্রিন্ট রিপিট এবিলিটি টেস্ট বলা হয়। এটি কঠিনতম পরীক্ষাগুলোর মধ্যে একটি।”

 

ভারতের নতুন স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ অ্যাড্রিয়ান লে রু ইতিমধ্যেই ইয়ো-ইয়ো টেস্ট ও ২ কিলোমিটার টাইম ট্রায়াল টেস্টের পাশাপাশি ব্রঙ্কো টেস্টও অন্তর্ভুক্ত করেছেন। ডি ভিলিয়ার্স বলেন, “দল যখন প্রথম আমাকে এটার কথা বলল, আমি জানতাম না বিষয়টা কী। তারপর বোঝানো হলো। এরপর থেকেই ১৬ বছর ধরে আমি এটি দিয়ে আসছি।”

 

এই পরীক্ষার চ্যালেঞ্জের মাত্রা ব্যাখ্যা করতে গিয়ে ডি ভিলিয়ার্স বলে, “সবচেয়ে খারাপ কাজগুলোর মধ্যে এটি একটি। প্রিটোরিয়ার বিশ্ববিদ্যালয় ও সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার ঠান্ডা শীতের সকালে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৫০০ মিটার উঁচুতে, অক্সিজেন কম থাকে, সেখানে এই পরীক্ষা দিতে প্রাণসীমা ছাড়িয়ে যায়।”

 

অবসর নেওয়া ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও সতীর্থদের সতর্ক করেছেন। নিজের ইউটিউব চ্যানেল ‘অ্যাশ কি বাত’-এ তিনি বলেন, “ট্রেনার পরিবর্তন হলে ট্রেনিংয়ের পদ্ধতিও বদলায়। দীর্ঘদিন একই পদ্ধতিতে থাকা ক্রিকেটার হঠাৎ নতুন পদ্ধতিতে সমস্যা ও চোটের ঝুঁকিতে পড়ে।”