২০২৭ বিশ্বকাপ জেতানোর স্বপ্নে বিভোর মোহাম্মদ শামি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১২:৩৪

শেয়ার

২০২৭ বিশ্বকাপ জেতানোর স্বপ্নে বিভোর মোহাম্মদ শামি
৩৪ বছর বয়সী অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। ছবি: সংগৃহীত।

ভারতের অভিজ্ঞ ফাস্ট বোলার মোহাম্মদ শামি অবসর সংক্রান্ত সব জল্পনা-কল্পনা একেবারেই উড়িয়ে দিলেন। ৩৪ বছর বয়সী এই তারকা জানালেন, ক্রিকেট ছাড়ার কোনো পরিকল্পনা এখনই নেই তার। বরং চোখ স্থির করে রেখেছেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে, যেখানে দেশের হয়ে শিরোপা জয়ের অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চান তিনি।

 

সম্প্রতি ইংল্যান্ড সফরের অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি ও এশিয়া কাপ স্কোয়াড থেকে বাদ পড়েন শামি। এ কারণে তার ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা শুরু হলেও দৃঢ়ভাবে জানিয়ে দিলেন তিনি এখনো লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। অশ্বিন ও পুজারার মতো সিনিয়ররা যেখানে বিদায় নিয়েছেন, সেখানে শামি এখনো মাঠে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।

 

খোলামেলা এক সাক্ষাৎকারে শামি বলেন, “আমি অবসর নিলে কার কী উপকার হবে? যে দিন খেলার প্রতি টান হারিয়ে ফেলব, সেদিন নিজেই সরে দাঁড়াব। এখনো আমার ক্ষুধা অটুট। জাতীয় দলে ডাক না পেলেও ঘরোয়া ক্রিকেটে খেলব, পরিশ্রম চালিয়ে যাব।”

 

তিনি আরও যোগ করেন, “অবসর তখনই আসে, যখন খেলার প্রতি আগ্রহ ফুরিয়ে যায়, ভোরে উঠে মাঠে যাওয়ার ইচ্ছে থাকে না। কিন্তু আমি এখনো সকাল ৫টায় উঠে প্র্যাকটিস করতে রাজি।”

 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের হার শামিকে ভীষণ হতাশ করেছে। তাই তিনি স্পষ্ট জানালেন, “আমার একটাই স্বপ্ন বাকি, ওয়ানডে বিশ্বকাপ জেতা। গতবার খুব কাছাকাছি পৌঁছেছিলাম, কিন্তু হয়নি। আশা করি ২০২৭ সালে আমি থাকব এবং সেই স্বপ্ন পূরণ হবে।”

 

চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য গত দুই মাস ধরে কঠোর পরিশ্রম করছেন শামি। তার ভাষায়, “আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি। ওজন কমিয়েছি, ফিটনেসে মনোযোগ দিয়েছি, ব্যাটিং, ফিল্ডিং, জিম, সবকিছুতে কাজ করেছি। এখন মূল ফোকাস লম্বা স্পেল বোলিংয়ে।”

 

শেষে আবারও অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে শামি বলেন, “আমি এখনও ক্রিকেট ভালোবাসি। যে দিন এই ক্ষুধা হারিয়ে যাবে, সেদিন নিজেই বিদায় নেব। ততদিন লড়াই চালিয়ে যাব।”