ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে একাধিক অজি ক্রিকেটারের বড় লাফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৫ ১৫:৫০

আপডেট: ২৭ আগস্ট, ২০২৫ ১৬:১৬

শেয়ার

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে একাধিক অজি ক্রিকেটারের বড় লাফ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে অসাধারণ সেঞ্চুরি করে আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে বড় ধাক্কা দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন। আইসিসি প্রকাশিত সাপ্তাহিক পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে গ্রিন ৪০ ধাপ উন্নতি করে ক্যারিয়ারের সেরা ৭৮তম স্থানে পৌঁছেছেন।


ওই ম্যাচে অস্ট্রেলিয়ার ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেডও নিজেদের অবস্থান উন্নত করেছেন। মার্শ চার ধাপ এগিয়ে ৪৪তম, আর হেড এক ধাপ এগিয়ে শ্রীলঙ্কার কুসাল মেন্ডিসের সঙ্গে যৌথভাবে ১১তম স্থানে রয়েছেন।


শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৫ ছক্কা ও ৬ চারে ১০৩ রান করা মার্শের উদ্বোধনী জুটির সাহায্যে ২ উইকেটে ৪৩১ রানের বিশাল সংগ্রহ গড়েছিল। ক্যামেরন গ্রিন একরাশ আক্রমণ চালিয়ে ৫৮ বলে ১১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ছিল ৮টি ছক্কা ও ৬টি চারের মার। হেডও ১৪২ রানের ইনিংসে ১৭ চার ও ৫ ছক্কা হাঁকান। এর ফলে দক্ষিণ আফ্রিকাকে ১৫৫ রানে গুটিয়ে ২৭৬ রানের বিশাল জয় নিয়ে অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয়।


দ্বিতীয় ওয়ানডেতে ৮৭ রানের ইনিংস খেলা অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটসম্যান জশ ইংলিসও ২৩ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে অবস্থান করছেন। ওয়ানডে ব্যাটসম্যানদের শীর্ষ দশে কোনো পরিবর্তন হয়নি; ভারতের শুবমান গিল চূড়ায় রয়েছেন।


বোলারদের র‍্যাঙ্কিংয়ে একমাত্র উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিয়েছে। সিরিজের শেষ ম্যাচে ৫৭ রান খরচায় ১ উইকেট নেওয়া কেশাভ মহারাজের রেটিং পয়েন্ট কমায় শীর্ষস্থান শ্রীলঙ্কার মাহিশ থিকশানার সঙ্গে ভাগ হয়েছে। মহারাজের সতীর্থ লুঙ্গি এনগিডি ৬ ধাপ এগিয়ে ২৮তম স্থানে, অস্ট্রেলিয়ার শন অ্যাবট ৯ ধাপ এগিয়ে ৪৮তম এবং ন্যাথান এলিস ২১ ধাপ উন্নতি করে ৬৫তম স্থানে অবস্থান করছে।


ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।