শিরোনাম
.jpg)
টি-টোয়েন্টির লড়াইয়ে ডাচরা এখন বাংলাদেশে। ছবি: সংগৃহীত।
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। স্কট এডওয়ার্ডসের নেতৃত্বে ডাচরা বুধবার সকালে ঢাকায় পৌঁছায়। একই দিনই তারা চলে যাবে সিরিজের মাঠ, সিলেটে। তিন ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
আইসিসির ভবিষ্যৎ সফর সূচির বাইরে আয়োজন করছে এই সিরিজটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূল উদ্দেশ্য, আসন্ন এশিয়া কাপের আগে জাতীয় দলের প্রস্তুতি। তাতে খেলোয়াড়রা বাস্তব ম্যাচ পরিস্থিতিতে নিজেদের সামর্থ্য পরীক্ষা করতে পারবে।
নেদারল্যান্ডসের এটি বাংলাদেশের তৃতীয় সফর। তবে আগের দুই সফর দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। ২০১১ সালের বিশ্বকাপে তারা এখানে খেলেছে বাংলাদেশের বিপক্ষে। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলা ডাচরা, কিন্তু কোনোটিই বাংলাদেশের সঙ্গে হয়নি।
টি-টোয়েন্টিতে দুই দলের মধ্যে পাঁচবার মুখোমুখি হয়েছে। যেখানে বাংলাদেশের জয় চারটি, আর নেদারল্যান্ডসের একমাত্র জয় এসেছে নিজেদের মাঠে ২০১২ সালে। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নেদারল্যান্ডসের অবস্থান ১৩, বাংলাদেশের ১০।
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার। পরের দুটি হবে সোমবার ও বুধবার। সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ দল গত তিন সপ্তাহ ধরে সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতি নিচ্ছে। মিরপুরে অনুশীলনের পর সিলেটে গিয়ে এক সপ্তাহ ধরে মাঠে পারফরম্যান্স শানানো হচ্ছে।
আরও পড়ুন: