শিরোনাম

উসমান খাজা। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা খেলাধুলায় জুয়া-বিজ্ঞাপনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। তার মতে, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় বাজির অতিরিক্ত প্রচার তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে। ভারতের সদ্য পাশ হওয়া অনলাইন গেমিং বিল ২০২৫-এ বাস্তব অর্থভিত্তিক গেম নিষিদ্ধ হওয়ার পর খাজার প্রত্যাশা, অস্ট্রেলিয়ান সরকারও একই ধরনের পদক্ষেপ নেবে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার পার্লামেন্টারি তদন্তে প্রকাশিত “ইউ উইন সাম, ইউ লুজ মোর” প্রতিবেদনে জুয়া-সংক্রান্ত ঝুঁকিকে জনস্বাস্থ্য সংকট হিসেবে আখ্যা দিয়ে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে ছিল—জাতীয় নিয়ন্ত্রক সংস্থা গঠন, বাজি কোম্পানির ওপর কর আরোপ, বিজ্ঞাপন ও প্রলোভনমূলক অফার নিষিদ্ধকরণ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিতকরণ, গবেষণায় অর্থ বরাদ্দ বৃদ্ধি এবং অবৈধ বাজির সাইট দমনে কঠোর পদক্ষেপ।
খাজা জানিয়েছেন, তিনি নিজে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠক করে এসব সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানাবেন। এবিসির এক পডকাস্টে তিনি বলেন, “আমাদের প্রথম দায়িত্ব তরুণদের প্রতি। আমি যখন এনআরএল ম্যাচ দেখি, তখন প্রতিবার খেলার শুরুতেই জুয়ার বিজ্ঞাপন আর অডস চোখে পড়ে। বিষয়টা ভয়াবহ।”
তার মতে, এখনকার কিশোর-তরুণরা মনে করছে খেলাধুলার আনন্দ পেতে বাজি ধরা জরুরি। “আমি ১৫-১৬ বছরের ছেলেদের বেটিং অ্যাকাউন্ট খুলতে দেখি। তারা ভাবে খেলা উপভোগ করতে হলে বাজি ধরতেই হবে। কিন্তু আমরা যদি কেবল জুয়ার দিকটাই সামনে আনি, এর ভয়ঙ্কর পরিণতি তারা বুঝতে পারবে না”—বলেছেন খাজা।
অভিজ্ঞ এই ব্যাটারের বিশ্বাস, খেলাধুলায় জুয়া-বিজ্ঞাপন নিষিদ্ধ হলে বড় পরিবর্তন আসবে। তার ভাষায়, “আমি চাই খেলাধুলার সময়ে হয় একেবারেই না থাকুক, নইলে থাকুক খুব সামান্য বিজ্ঞাপন। এর জন্য খেলোয়াড়, আয়োজক আর সরকারের সমন্বিত পদক্ষেপ জরুরি, যাতে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখা যায়।”
আরও পড়ুন: