ভারতকে দুই ম্যাচেই হারাব ইনশাআল্লাহ: হারিস রউফ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ১৬:৪১

শেয়ার

ভারতকে দুই ম্যাচেই হারাব ইনশাআল্লাহ: হারিস রউফ
পাকিস্তানি ফাস্ট বোলার হারিস রউফ। ছবি: সংগৃহীত।

এশিয়া কাপের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। সবসময়ের মতই এবারও সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু ভারত-পাকিস্তান ম্যাচ। সাম্প্রতিক দ্বন্দ্বের ছায়া কাটিয়ে এশিয়া কাপে একাধিকবার মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল।

 

ভারত ও পাকিস্তান উভয়ই ‘এ’ গ্রুপে রয়েছে। তাদের অন্য প্রতিপক্ষ ওমান ও সংযুক্ত আরব আমিরাত। শক্তি এবং পরিসংখ্যানের বিচারে এই গ্রুপের ফেভারিট হিসেবে বিবেচিত দুই দল।

 

গ্রুপ পর্বে দুই দল একবার মুখোমুখি হবে। এরপর সুপার ফোরে আবারো একে অপরের বিরুদ্ধে খেলবে। ফলে নিশ্চিতভাবেই দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ একাধিকবার থাকবে। এই ম্যাচগুলোতে কে জিতবে তা নিয়েও জল্পনা ও আলোচনা তুঙ্গে।

 

পাকিস্তানি পেসার হারিস রউফ আশা প্রকাশ করেছেন যে তার দল দুটি ম্যাচেই ভারতকে হারাবে। অনুশীলনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারতকে দুটি ম্যাচেই হারাব, ইনশাআল্লাহ।”

 

গ্রুপ পর্বের সূচি অনুযায়ী, পাকিস্তান তাদের মিশন শুরু করবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর, ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।