টেস্ট থেকে আচমকা বিদায়ের কারণ জানালেন রোহিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৫ ১৫:৩২

শেয়ার

টেস্ট থেকে আচমকা বিদায়ের কারণ জানালেন রোহিত
ভারতের সাবেক টেস্ট অধিনায়ক রোহিত শর্মা। ছবি: সংগৃহীত। 

প্রায় তিন মাস আগে হঠাৎ করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ৬৭টি টেস্টে ৪৩০১ রান এবং ব্যাটিং গড় ৪০.৫৮ নিয়ে রোহিতের এই সিদ্ধান্ত অনেককে অবাক করেছিল। তবে এবার তিনি স্পষ্টভাবে জানালেন, এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হলো মানসিক চাপ, শারীরিক ক্লান্তি এবং পূর্ণ প্রস্তুতির গুরুত্ব।

 

রোহিতের মতে, টেস্ট ক্রিকেট শুধু শারীরিক নয়, মানসিক শক্তিও পরীক্ষা করে। “টেস্ট ক্রিকেট দীর্ঘস্থায়িত্ব চায়। আপনাকে পাঁচ দিন ধরে খেলতে হবে। মানসিকভাবে এটি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং শক্তিক্ষয়কর,” বলেন তিনি। মুম্বাইতে ক্লাব ম্যাচও দুই-তিন দিন ধরে চলে। এই ধরনের ঘরোয়া ম্যাচ ছোটবেলা থেকেই খেলোয়াড়কে দীর্ঘ ফর্ম্যাটের জন্য তৈরি করে এবং কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করতে শেখায়।

 

প্রারম্ভিক সময়ে খেলাকে শুধু উপভোগ করলেও সিনিয়র খেলোয়াড় ও কোচদের সঙ্গে পরিচয় তাকে প্রস্তুতির গুরুত্ব বুঝিয়েছে। রোহিত বলেন, “প্রস্তুতি ক্রিকেটের মূল ভিত্তি। বিশেষ করে টেস্ট ক্রিকেট যে শৃঙ্খলা চায়, তার জন্য এটি অপরিহার্য।”

 

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে, রোহিত আরও বলেন, মাঠের প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে নিখুঁত প্রস্তুতি। ম্যাচের আগে প্রস্তুতি না হলে গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক প্রতিক্রিয়া জানানো সম্ভব হয় না। মানসিক সতেজতা ও মনোযোগও টেস্টে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য অপরিহার্য।