শিরোনাম

জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর। ছবি: সংগৃহীত।
দীর্ঘ নিষেধাজ্ঞার পর ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন টেস্ট দিয়ে। এবার ওয়ানডে ফরম্যাটেও ফিরলেন জিম্বাবুয়ের অন্যতম সেরা ব্যাটার ব্রেন্ডন টেলর। আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ঘোষিত ১৬ সদস্যের ওয়ানডে দলে রাখা হয়েছে এই অভিজ্ঞ ক্রিকেটারকে।
হারারের ঐতিহাসিক ভেন্যুতে ২৯ ও ৩১ আগস্ট হবে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে ২০২১ সালের সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন টেলর। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও দলে ফিরে আসা তার জন্য যেমন স্বস্তির, তেমনি জিম্বাবুয়ের জন্যও বাড়তি প্রেরণার।
প্রধান নির্বাচক ডেভিড মুতেনদেরা টেলরের অন্তর্ভুক্তিতে দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, “আমরা ব্রেন্ডনকে আবারও দলে স্বাগত জানাতে পেরে আনন্দিত। চাপের মুহূর্তে তার অভিজ্ঞতা আর মানসিক দৃঢ়তা আমাদের কাজে লাগবে বলে আশা করছি। ড্রেসিংরুমে তার উপস্থিতি নিঃসন্দেহে নতুন অনুপ্রেরণা যোগাবে।”
টেলরকে ঘিরে যেমন আলোচনার ঝড় বইছে, তেমনি দলে নতুন মুখ নিয়েও রয়েছে উচ্ছ্বাস। উইকেটকিপার ক্লাইভ মাদান্দে, ব্যাটার টনি মুনিওঙ্গা, অলরাউন্ডার ব্র্যাড ইভান্স এবং তরুণ পেসার আর্নেস্ট মাসুকু সুযোগ পেয়েছেন এই সিরিজে। মাসুকুর অভিষেকের সম্ভাবনাও জোরালো।
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ওয়ানডে না খেলা জিম্বাবুয়ের জন্য এটি এক প্রকার নতুন সূচনা। আর এই সূচনায় টেলরের অভিজ্ঞতা ও নতুনদের উদ্যম, দুটোই একসাথে মিশে গেলে দল পেতে পারে ভিন্ন মাত্রা।
একই ভেন্যু হারারেতে ওয়ানডের পর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই লড়াই।
জিম্বাবুয়ের ওয়ানডে দল: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামস।
আরও পড়ুন: